আজকাল ওয়েবডেস্ক: বিশ্বক্রিকেটে নতুন রেকর্ড। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড করলেন নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার চাড বোয়েস। ভাঙলেন ভারতের নারায়ণ জগদীশন এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের রেকর্ড। বুধবার মাত্র ১০৩ বলে দ্বিশতরানে পৌঁছে যান কিউয়ি ব্যাটার। দক্ষিণ আফ্রিকায় জন্ম নিউজিল্যান্ডের ক্রিকেটার ফোর্ড ট্রফিতে ওটাগোর বিরুদ্ধে ক্যান্টারবারির হয়ে এই নজির গড়েন। ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম দুশো রানের নতুন রেকর্ড সৃষ্টি করলেন। শেষপর্যন্ত ১১০ বলে ২০৫ রান করে আউট হন বোয়েস। জগদীশন এবং হেড, দু'জনেই ১১৪ বলে এই নজির গড়েছিলেন। কিন্তু এদিন তাঁদের ছাপিয়ে যান নিউজিল্যান্ডের ব্যাটার। মাত্র ১০৩ বলে দুশো রানে পৌঁছে যান। ২০১১-২২ মরশুমে মার্শ কাপে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম দুশোর রেকর্ড করেছিলেন ট্রাভিস হেড। অন্যদিকে ২০২২ বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে রেকর্ড ২৭৭ রান করেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার জগদীশন। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের সাদা বলের সিরিজে দলে জায়গা পাননি চাড বোয়েস। তারপরই এই নজির গড়লেন তিনি। ৫৩ বলে শতরান সম্পূর্ণ করেন। মাত্র ৪ বলের জন্য ভাঙতে পারেননি রস টেলরের রেকর্ড। এই প্রতিযোগিতায় দ্রুততম শতরানের নজির রয়েছে নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটারের। ৪৯ বলে একশো করেছিলেন টেলর। ২৬ বলে অর্ধশতরান করেন বোয়েস। নিজের ১০০তম লিস্ট এ-র ম্যাচে এই অভিনব রেকর্ড করলেন নিউজিল্যান্ডের ব্যাটার। ইনিংসে ছিল ৭টি ছয় এবং ২৭টি চার। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে জন্ম ৩২ বছরের ক্রিকেটার আরও একটি নজির গড়লেন। টুর্নামেন্টের ইতিহাসে জেমি হাউয়ের পর এই প্রথম কেউ দ্বিশতরান করলেন। ২০১২-১৩ মরশুমে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে ২২২ রান করেছিলেন হাউ। লিস্ট এ ক্রিকেটে এটাই বোয়েসের সর্বোচ্চ রান। এর আগে তাঁর সর্বোচ্চ রান ছিল ১২৬। টপ অর্ডারে বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত বোয়েস। অতীতে নিউজিল্যান্ডের হয়ে বেশ কয়েকটা একদিনের ম্যাচ এবং টি-২০ খেলেন। কিন্তু নজর কাড়তে পারেননি। তবে আইপিএলের মেগা নিলামের আগে তাঁর এই কীর্তি আগ্রহ বাড়াতে পারে ফ্র্যাঞ্চাইজিদের।