আজকাল ওয়েবডেস্ক: লাল বলের পর এখনও সাদা বলের ক্রিকেটেও ছন্দ ফিরে পাননি বিরাট কোহলি। কিন্তু স্টিভ ওয়াকে পাশে পেলেন ভারতের তারকা ক্রিকেটার। শুক্রবার হংকংয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কোহলির সমর্থনে কথা বললেন অস্ট্রেলিয়ান গ্রেট। বিরাটের ফর্ম প্রসঙ্গে স্টিভ ওয়া বলেন, 'এমন একটা মান তৈরি করে ফেলেছে, সবাই চাইছে প্রত্যেক ম্যাচে বিরাট কোহলি শতরান করুক। যা সম্ভব নয়। ও অসাধারণ প্লেয়ার। অস্ট্রেলিয়ায় পরপর একইভাবে আউট হয়েছে। যা ওর মতো গ্রেট প্লেয়ারের থেকে অপ্রত্যাশিত। বড় প্লেয়াররা দ্রুত ভুল শুধরে নেয়। তবে ও যে আমাদের মতোই একজন মানুষ, সেটা প্রমাণিত। জীবনে অনেক কিছু বদলায়। ওর বাচ্চা আছে। অবশ্যই এখন ক্রিকেট ছাড়া অন্যান্য জিনিসও ওর জীবনে গুরুত্বপূর্ণ। অফস্ট্যাম্পের বাইরে শট মারার প্রবণতা বদলাতে হবে। আরও মনোযোগী হতে হবে। আরও ফোকাস করতে হবে। বর্তমানে এটারই অভাব রয়েছে।' 

ভারত-পাকিস্তান মহারণে কাকে এগিয়ে রাখছেন স্টিভ? কোনও রাখঢাক না করেই অজি তারকা জানিয়ে দিলেন, ভারত ফেভারিট। শুভমন গিলের প্রশংসা করেন। তবে এইধরনের ম্যাচে যে ভবিষ্যদ্বাণী করা যায় না, সেটাও জানাতে দ্বিধা করলেন না। স্টিভ ওয়া বলেন, 'বিশ্বব্যাপী ইভেন্ট। একটা ক্রিকেট ম্যাচের থেকেও বেশি। আগাম ভবিষ্যদ্বাণী চলে না। দুই দলেই প্রচুর প্রতিভা আছে। বলা মুশকিল কী রেজাল্ট হবে। একদিনের ক্রিকেট টেস্ট ম্যাচের থেকে অনির্দেশ্য। একজন ভাল খেলে ম্যাচ বের করে দিতে পারে। ভারত ফেভারিট। শুভমন গিল সদ্য শতরান পেয়েছে। কোহলি এবং বাকি বড় নাম রয়েছে। গত ১২ মাস ধরে পাকিস্তানের পারফরম্যান্সে ওঠা-নামা আছে। তবে ওরা চমক দিতে পারে। সুতরাং, পাকিস্তান ম্যাচ জিতলেও আমি অবাক হব না।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ফেভারিট কে? কোনও সময় নষ্ট না করে ভারতীয় দলকে বেছে নিলেন স্টিভ ওয়া। পাশাপাশি নিউজিল্যান্ডকেও তালিকায় রাখলেন। চোট-আঘাতে জর্জরিত হলেও, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিচ্ছেন না বিশ্বকাপজয়ী তারকা। ইংল্যান্ডকে সেমিফাইনালে দেখছেন স্টিভ।