আজকাল ওয়েবডেস্ক: ইউরোপা লিগে ফের আধিপত্য বজায় রাখল ইপিএলের একাধিক ক্লাব। চরম নাটকীয়তার ম্যাচে নাটকীয় ম্যাচে সেমিফাইনালে জায়গা করে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। লিঁওর বিরুদ্ধে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া দ্বিতীয় লেগে ছিল নাটকীয়তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। ম্যাচের ১০ মিনিটেই আলেহান্দ্রো গারনাচোর দুর্দান্ত পাস থেকে ম্যানুয়েল উগার্তে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হ্যারি ম্যাগুয়ারের লং বল থেকে গোল করে ব্যবধান বাড়ান দিয়েগো ডালট।
কিন্তু লিঁও ফিরে আসে দারুণভাবে। ৭১ মিনিটে করেন্টিন টলিসো এবং ৭৮ মিনিটে ইউনাইটেডের ডিফেন্স ও গোলকিপার আন্দ্রে ওনানার ভুলে নিকোলাস ট্যাগলিফিকো গোল করে সমতা ফেরান। এখানেই খেলা শেষ হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
লিঁওর তরুণ স্ট্রাইকার রায়ান চেরকি দলকে প্রথমবারের মতো লিড এনে দেন। লাল কার্ড দেখে লিঁও ১০জন হয়ে গেলে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। এরপর কবি মাইনু এবং শেষ পর্যন্ত হ্যারি ম্যাগুয়ারের হেডে ম্যাচ জেতে ইউনাইটেড।
৫-৪ গোলে দ্বিতীয় লেগ এবং সামগ্রিকভাবে ৭-৬ গোলে দুই লেগে এগিয়ে থেকে ইউরোপা লিগের সেমিফাইনালে জায়গা করে নিল ম্যান ইউ। তারা সেমিফাইনালে মুখোমুখি হবে লা লিগার দল অ্যাথলেটিক ক্লাবের। অন্যদিকে, টটেনহ্যাম হটস্পারও ইউরোপা লিগে তাদের দাপট বজায় রাখে। তারা জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে।
