আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে রেকর্ড চুক্তি আর্লিং হালান্ডের। ২০৩৪ সাল পর্যন্ত এতিহাদ স্টেডিয়ামই স্থায়ী ঠিকানা ২৪ বছরের তারকা ফুটবলারের। ম্যান সিটির সঙ্গে ৯.৫ বছরের চুক্তি হল হালান্ডের। শুক্রবার এই ঘোষণা করে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তাঁর বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত ছিল। সংশ্লিষ্ট বছর জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আড়াই বছর আগেই আবার নতুন চুক্তিতে সই করলেন নরওয়ের স্ট্রাইকার। রেকর্ড চুক্তি। সাধারণত কোনও ফুটবলারের সঙ্গে দীর্ঘ দশ বছরের চুক্তি কোনও ক্লাবই করে না। খুব বেশি হলে পাঁচ বছর। ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে যোগ দেন হালান্ড। গত দু'বছরে ক্লাবের হয়ে ১২৬ ম্যাচে ১১১ গোল করে ফেলেছেন।
দ্য স্কাই ব্লুদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে খুশি তারকা ফুটবলার। হালান্ড বলেন, 'নতুন চুক্তিতে সই করতে পেয়ে আমি খুবই খুশি। এই গ্রেট ক্লাবে আরও সময় কাটাতে পারব ভেবেই ভাল লাগছে। ম্যাঞ্চেস্টার সিটি বিশেষ ক্লাব। সমর্থকরা অসাধারণ। এইধরনের পরিবেশে সবার সেরাটা বেরিয়ে আসে।' বিশ্বফুটবলে রেকর্ড ব্রেকিং চুক্তি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী চুক্তি। এর আগে এই রেকর্ড ছিল কোল পামারের। চেলসির সঙ্গে ৯ বছরের চুক্তি ছিল তাঁর। এবার সেটাকে ছাপিয়ে গেলেন হালান্ড। বিশাল অঙ্কের চুক্তি। জানেন ভারতীয় মুদ্রায় প্রতি সপ্তাহে কত টাকা পাবেন হালান্ড? প্রত্যেক সপ্তাহে ক্লাব থেকে তাঁর আয় আনুমানিক ৫ কোটি ২৮ লক্ষ টাকা।
ইপিএলের ইতিহাসে এর আগে সপ্তাহ প্রতি এত টাকা কেউ আয় করেনি। ইংল্যান্ডে ক্লাব ফুটবল খেলাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওয়েন রুনি, কেভিন ডি ব্রুইন, মহম্মদ সালাও এই বিপুল টাকা পায়নি। রেকর্ড অঙ্কের চুক্তিতে বেশ কয়েকটা নজির গড়ে ফেললেন হালান্ড। ২০২২ সালে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবকে একের পর এক সাফল্য এনে দেন। সিটির হয়ে দুটো প্রিমিয়ার লিগ জেতেন হালান্ড। এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, সবই রয়েছে তাঁর ঝুলিতে। তবে সাফল্যের খিদে মেটেনি। সিটির হয়ে আরও ট্রফি জিততে মরিয়া নরওয়ের স্ট্রাইকার।
