আজকাল ওয়েবডেস্ক: এরকম গোল করতে সিদ্ধহস্ত ছিলেন ইব্রাহিমোভিচ। তাঁর অবিশ্বাস্য সব গোল দেখে ধারাভাষ্যকাররা একসময়ে বলতেন, শুধু ইব্রার পক্ষেই এমন গোল করা সম্ভব।
আর্লিং হালান্দ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যে গোলটি করেছেন, তা দেখে পেপ গুয়ার্দিওলার মতো ব্যক্তিত্ব বলেছেন, ''এমন গোল মানুষের পক্ষে সম্ভব নয়।'' চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ৫-০ গোলে হারায় স্পার্টা প্রাগকে। হালান্দের প্রথম গোলটি নিয়েই যত চর্চা।
কীভাবে গোলটি করলেন হালান্দ? ডান প্রান্ত থেকে সাভিনিও ক্রস করেছিলেন। হালান্দ শূন্যে লাফিয়ে ব্যাকহিল ভলি করেন।
প্রাগের গোলকিপার পিটার ভিনদাল শরীর ছুড়ে দিয়েও বলের নাগাল পাননি। ওরকম অবিশ্বাস্য গোল দেখার পরে সমর্থকরা উচ্ছ্বাস গোপন করতে পারেননি। হালান্দ কিন্তু একেবারেই নির্লিপ্ত ছিলেন। খেলার শেষে ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, ''একজন মানুষের পক্ষে এমন গোল স্বাভাবিক নয়।''
Out of this world! ????
— Manchester City (@ManCity)
???? @ErlingHaaland pic.twitter.com/zkDoUdPCCmTweet by @ManCity
হালান্দ অবশ্য ম্যাচে দুটি গোল করেন। প্রথম গোলটি ৫৮ মিনিটে। দ্বিতীয় গোলটি ৬৮ মিনিটে। হালান্দের জোড়া গোল, ম্যান সিটির পাঁচ গোল। কিন্তু চর্চায় হালান্দের অবিশ্বাস্য সেই গোল।
