আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা মঈন আলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ না পেয়ে কেরিয়ার নিয়ে এই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। শেষবার তাঁকে ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দেখা গিয়েছে। অবসরের পর মঈন জানান, 'আমার বয়স ৩৭। চলতি মাসের অস্ট্রেলিয়া সিরিজে দলে সুযোগ পাইনি। আমি ইংল্যান্ডের হয়ে প্রচুর ক্রিকেট খেলেছি। এবার পরের প্রজন্মের পালা। আমার মনে হয়েছে এটাই সঠিক সময়। আমি নিজের ভূমিকা পালন করেছি। আমি গর্বিত। ইংল্যান্ডের হয়ে প্রথম খেলার সময় জানা যায় না শেষপর্যন্ত কটা ম্যাচ খেলব। সেখানে দাঁড়িয়ে প্রায় ৩০০ ম্যাচ খেলে ফেললাম। প্রথম কয়েকবছর শুধু টেস্ট ক্রিকেট খেলেছি। মর্গ্যান একদিনের দলের দায়িত্ব নেওয়ার পর সাদা বলের ক্রিকেট উপভোগ করি। তবে টেস্টই আদর্শ ক্রিকেট।'
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় মঈনের। দশ বছরের কেরিয়ারে ইংল্যান্ডের হয়ে ১৩৮টি একদিনের ম্যাচ এবং ৯২ টি-২০ ম্যাচ খেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে টেস্ট অভিষেক হয় তাঁর। মোট ৬৮টি টেস্ট খেলেন। রান ৬৬৭৮। তারমধ্যে রয়েছে ৮টি শতরান এবং ২৮টি অর্ধশতরান। তিন ফরম্যাটে মোট ৩৬৬ উইকেট নেন। দু'বার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মঈন। প্রথমবার ২০২১ সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর প্রথমবার লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ইংল্যান্ডের অলরাউন্ডার। কিন্তু বেন স্টোকস, ব্রেনডন ম্যাকালাম, রব কির সঙ্গে আলোচনার পর অবসর ভেঙে গত বছরের অ্যাশেজে ফেরেন। তারপর আবার অবসর ঘোষণা করেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। অর্থাৎ, আইপিএলে খেলবেন মঈন আলি। ভবিষ্যতে কোচিংয়ে আসতে চান ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।
