আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্ট জিতেছে ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যেই ম্যাঞ্চেস্টার টেস্টের ১৪ জনের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দলে দু’টি পরিবর্তন করেছেন ইংল্যান্ডের নির্বাচকেরা। শক্তিশালী করা হয়েছে বোলিং আক্রমণ।
চোটের জন্য ভারতের বিরুদ্ধে বাকি দু’টি টেস্ট খেলতে পারবেন না শোয়েব বশির। তাঁর বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে। তাঁর পরিবর্ত হিসাবে ইংল্যান্ড দলে নিয়েছে লিয়াম ডসনকে। আট বছর পর টেস্ট দলে ফিরলেন ৩৫ বছরের ক্রিকেটার। এছাড়া চোট সারিয়ে দলে ফিরেছেন জোরে বোলার গাস অ্যাটকিনসন। ম্যাঞ্চেস্টারে জফ্রা আর্চারের সঙ্গে অ্যাটকিনসনকেও খেলাতে পারেন বেন স্টোকসেরা। তাতে ইংল্যান্ডের নতুন বলে আক্রমণ আরও শক্তিশালী হবে। ইংল্যান্ডের প্রধান নির্বাচক লুক রাইট বলেছেন, ‘যোগ্য হিসাবেই ডসন টেস্ট দলে ডাক পেয়েছে। হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ধারাবাহিকভাবে বেশ ভাল পারফর্ম করেছে ডসন। অ্যাটকিনসনও ফিট।’
বশিরের পরিবর্তে ডসন প্রথম একাদশে থাকলে ইংল্যান্ডে ব্যাটিং শক্তিও বৃদ্ধি পাবে। ডসন মূলত অলরাউন্ডার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২১টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ২.৫৫ রান। ব্যাট হাতে করেছেন ৫৩৬ রান। গড় ৪৪.৬৬। সর্বোচ্চ ১৩৯। টেস্ট ক্রিকেটে তিনি সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন ভারতের বিরুদ্ধে। ২০১৬ সালে চেন্নাইয়ে অপরাজিত ৬৬ রান করেন। ৩৫ বছরের স্পিনার ব্যাট হাতে ভাল স্পিন খেলতে পারেন। ভারত–ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই থেকে। পাঁচ টেস্টের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে রয়েছেন স্টোকসরা।
ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং এবং ক্রিস ওকস।
এটা ঘটনা, সিরিজের বাকি দুই টেস্টে নেই শোয়েব বশির। লর্ডস টেস্টে বাঁহাতের আঙুলের হাড়ে চিড় ধরেছে শোয়েব বশিরের। সেই চোট নিয়েই বল করেছেন তিনি। তাঁর হাতেই জয় পেয়েছে ইংল্যান্ড। কিন্তু বশির সিরিজের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। এক স্পিনারের বদলে আর এক স্পিনারই দলে এসেছেন।
বশিরের বদলে ৩৫ বছরের অভিজ্ঞ লিয়াম ডসনকে দলে নিয়েছে ইংল্যান্ড। অর্থাৎ, এক ডানহাতি স্পিনারের বদলে বাঁহাতি স্পিনারকে নেওয়া হয়েছে। শেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন তিনি। এর অর্থ ৮ বছর পর আবার ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।
ডসনের লড়াই ছিল জ্যাক লিচ, রেহান আহমেদ, উইল জ্যাকস ও জেকব বেথেলের বিরুদ্ধে। কিন্তু সাম্প্রতিক ফর্ম বিচার করে তাঁকে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের জাতীয় নির্বাচক লুক রাইট বলেছেন, ‘ডসন দলে সুযোগ পাওয়ার যোগ্য। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ও হ্যাম্পশায়ারের হয়ে দুর্দান্ত খেলেছে। তাই ওকে সুযোগ দেওয়া হয়েছে।’
এটা ঘটনা, বাঁহাতি স্পিনের পাশাপাশি আট নম্বরে ডসনের ব্যাটের হাতও খারাপ নয়। তিনি খেললে ইংল্যান্ডেরই সুবিধা হবে। ক্রিস ওকস ও ব্রাইডন কার্সের পাশাপাশি আরও এক বোলার তারা পাবে যিনি ব্যাটটাও করতে পারেন। তাতে ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা আরও বাড়বে।
