আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। তার ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। প্রথম দুই টেস্টের দল থেকে একটিই বদল হয়েছে। ফিরছেন জফ্রা আর্চার। বসছেন জশ টংগ।
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টের সময়েই দলে যোগ দিয়েছিলেন আর্চার। কিন্তু সদ্য চোট সারিয়ে ফেরায় বার্মিংহ্যামে তাঁকে খেলানো হয়নি। আর দ্বিতীয় টেস্টটি বিচ্ছিরিভাবে হেরেছে ইংল্যান্ড। তারপরেই ইংরেজ কোচ ব্রেন্ডন ম্যাকালাম ইঙ্গিত দিয়েছিলেন যে লর্ডস টেস্টের প্রথম একাদশে বদল করা হবে। আর সেটাই হল। তবে একটাই বদল হল। প্রথম একাদশে ঢুকলেন আর্চার।
চার বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ঢুকলেন আর্চার। ২০২১ সালে তিনি শেষ টেস্ট খেলেছিলেন আমেদাবাদে ভারতের বিরুদ্ধে। তারপর ফের দেশের হয়ে লাল বলের ক্রিকেটে ফিরছেন তিনি। টেস্টে ফেরার আগে সাসেক্সের হয়ে ডারহ্যামের বিরুদ্ধে কাউন্টি ম্যাচে ১৮ ওভার বল করেছিলেন আর্চার। একটি উইকেট নিয়েছিলেন। সঙ্গে ব্যাট হাতে করেছিলেন ৩১ রান। এরপরই তাঁকে ইংল্যান্ড দলে ডাকা হয়। আর লর্ডস টেস্টের প্রথম একাদশে ঢুকলেন এই দীর্ঘদেহী পেসার।
ইসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘লর্ডসে তৃতীয় টেস্টের দলে একটি পরিবর্তন হচ্ছে। সাসেক্সের জোরে বোলার জোফ্রা আর্চার খেলবেন জশ টংগের জায়গায়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে আর্চার শেষ টেস্ট খেলেছিলেন ভারতের বিরুদ্ধে। সেই ভারতের বিরুদ্ধেই আবার নামবেন লর্ডসে।
লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, শোয়েব বশির।
