আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টের চতুর্থ দিন লিডসে দ্বিতীয় শতরান করে একাধিক রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে বাউন্ডারি হাঁকিয়ে শতরানে পৌঁছেছিলেন। দ্বিতীয় ইনিংসে এক রান নিয়ে সেঞ্চুরিতে পৌঁছন। সবাই ট্রেডমার্ক সামারসল্ট সেলিব্রেশনের অপেক্ষায় ছিল। যেমন প্রথম ইনিংসে শতরানের পর করেছিলেন। কিন্তু এবার ২০১৮ সালে ফুটবলার ডেল আলির ভাইরাল সেলিব্রেশন তুলে ধরেন। পন্থের সামারসল্টের অপেক্ষায় ছিলেন মাইকেল ভন। শতরানের পর চিরাচরিত সেলিব্রেশন না করায় হতাশ হন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
মাইকেল ভন বলেন, 'এটা কি সেলিব্রেশন ছিল তার ব্যাখ্যা করতে পারবে? কেউ কি জানে? আমি ফ্লিপের অপেক্ষা করছিলাম। ডবল ফ্লিপ না করায় ধারাভাষ্য দেওয়ার সময় আমি হতাশ হয়ে যাই। আমি ঋষভকে জানি। ও সবসময় নিজের সেলিব্রেশনেও উন্নতি করার চেষ্টা করে।' ধারাভাষ্য দেওয়ার সময় এর ব্যাখ্যা করেন সুনীল গাভাসকর। বলেন, 'আমার মনে হয়, ও ভগবানকে ধন্যবাদ জানাল। ও একটা লক্ষ্য সেট করে রেখেছিল। আমাদের সিগন্যাল দিয়েছিল।' শতরানের পর ব্যাট তোলার সময় কমেন্ট্রি বক্স থেকে সামারসল্ট সেলিব্রেশনের ইঙ্গিত করেন সানিও। কিন্তু পন্থের ভাবনায় এবার অন্য কিছু ছিল। যা চূড়ান্ত হতাশ করেছে মাইকেল ভনকে।
