আজকাল ওয়েবডেস্ক:‌ এক টেস্টে পাঁচ পাঁচটা শতরান। তবুও লিডস টেস্ট হারতে হল ভারতকে। দ্বিতীয় টেস্ট বার্মিংহামে। প্রাক্তন ইংরেজ স্পিনার মন্টি পানেসর মনে করছেন, দ্বিতীয় টেস্টে শার্দূল ঠাকুরকে বসিয়ে খেলানো হোক কুলদীপ যাদবকে। 


বার্মিংহামে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারেন। এমনই মত পানেসরের। এক ভিডিও সাক্ষাৎকারে পানেসর বলেছেন, ‘‌এজবাস্টনে জাদেজার সঙ্গে প্রথম একাদশে কুলদীপকে খেলাক ভারত। কুলদীপ এক্স ফ্যাক্টর হতে পারে। এজবাস্টনের উইকেটে স্পিনাররা কিন্তু সাহায্য পায়। তাই আমি বলব এজবাস্টনে জাদেজার সঙ্গে কুলদীপকেও খেলানো হোক।’‌


প্রসঙ্গত, ২০১২ সালে ভারতে ইংল্যান্ড যে টেস্ট সিরিজ জিতেছিল তাতে বড় ভূমিকা ছিল পানেসরের। ১৩ টেস্টে এখনও অবধি কুলদীপ নিয়েছেন ৫৬ উইকেট। সেখানে শার্দূল ১২ টেস্টে নিয়েছেন ৩৩ উইকেট। পানেসরের কথায়, ‘‌টার্নিং ট্রাক না হলেও কুলদীপ বল ঘুরিয়ে দেবে। আইপিএলেও দেখেছি বোলারদের যথেষ্ট সমস্যায় ফেলেছিল কুলদীপ। 


লিডসে গোটা ম্যাচে মাত্র ১৬ ওভার বল করেছেন শার্দূল। নিয়েছেন ২ উইকেট। রান দিয়েছেন ৮৯। পানেসরের কথায়, ‘‌সারা দিনে যদি ১৫ ওভারও শার্দূলকে না করানো যায়, তাহলে খেলিয়ে লাভ নেই। তাই আমি বলব কুলদীপকে খেলাও। ওই হবে এক্স ফ্যাক্টর। জাদেজা দ্রুতগতিতে বল করে। কুলদীপ তুলনায় একটু ধীরে। তবে আক্রমণাত্মক বোলার। তাই আমি বলব দ্বিতীয় টেস্টে দুই স্পিনারে যাক ভারত। যেখানে কুলদীপ করবে অ্যাটাক। আর জাদেজা রান আটকাবে।