আজকাল ওয়েবডেস্ক:‌ ক্রিকেট ছেড়ে আইনজীবী। ১৪ বছর বয়স থেকে শুরু করেছিলেন ক্রিকেট। ২৯ বছর বয়সে তা শেষ হয়ে গেল। ক্রিকেট ছাড়লেন ইংল্যান্ডের পেসার ফ্রেয়া ডেভিস। ১৫ বছরের কেরিয়ারের ইতি হল তাঁর। আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে তিনি আইনজীবী হতে চান।


ইংল্যান্ডের মহিলা দলের পেসার ফ্রেয়ার অবসরের কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। একটি বিবৃতিতে তারা লিখেছে, ‘‌ফ্রেয়া ডেভিসকে অনেক শুভেচ্ছা। ইংল্যান্ডের হয়ে ৩৫টি ম্যাচ খেলা ফ্রেয়া আইনজীবী হওয়ার জন্য ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ওকে ওর ভবিষ্যৎ জীবনের শুভেচ্ছা।’‌

সাসেক্স থেকে কেরিয়ারের শুরু ফ্রেয়ার। মাত্র ১৪ বছর বয়সে সাসেক্সের হয়ে খেলা শুরু করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন স্টর্ম, সাউথ ইস্ট স্টার্স, লন্ডন স্পিরিট, ওয়েলস ফায়ার, সাউদার্ন ভাইপার্স ও হ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন তিনি। ২০১৩ সালে সাসেক্সকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি।


এরপর ২০১৯ সালে ইংল্যান্ডের মহিলাদের ক্রিকেট সুপার লিগে সবচেয়ে বেশি ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। সেই বছরই মার্চ মাসে ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পান তিনি। ইংল্যান্ডের হয়ে নয়টি এক দিনের ম্যাচে ১০ ও ২৬ টি–টোয়েন্টি ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার ইংল্যান্ডের জার্সি গায়ে খেলেছেন ফ্রেয়া।


দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকার কারণেই হয়তো ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রেয়া। আইন নিয়ে প্রাথমিক পড়াশোনা রয়েছে তাঁর। সেই পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চান ফ্রেয়া। তার পর আইনজীবী হিসাবে নিজের কেরিয়ার গড়তে চান তিনি। সেই কারণেই ক্রিকেট ছাড়লেন ইংল্যান্ডের এই মহিলা পেসার।