আজকাল ওয়েবডেস্ক: চোট পেয়েছেন ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টার টেস্টে ওই চোট নিয়ে ব্যাট করলেও চিকিৎসকরা জানিয়েছেন অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে পন্থকে। এদিকে, ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট জানিয়েছেন, নিজের দোষেই চোটটা পেয়েছে পন্থ।
বয়কটের কথায়, ‘যখন কোনও খেলোয়াড় আহত হয়। এবং খেলায় তাঁর ভূমিকা পালনের ক্ষমতাকে প্রভাবিত করে, সেটা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে ঋষভ পন্থের মতো ক্রিকেটার হলে তো বটেই। কিন্তু এই চোটের জন্য পন্থের নিজেকেই দায়ী করা উচিত।’
বয়কট বলতে চেয়েছেন ওরকম শট খেলার কোনও দরকার ছিল না ঋষভের। বয়কটের কথায়, ‘খেলাটা ভালভাবে নিয়ন্ত্রণ করছিল। প্রয়োজন ছিল না ওরকম শট খেলার। ঋষভ অসাধারণ স্ট্রোক প্লেয়ার। দর্শক ওর খেলা পছন্দ করে। নতুন নতুন শট খেলে। সেটাও আনন্দ দেয়। কিন্তু কখনও সখনও সেই শট মিসও করে। যেটা ম্যাঞ্চেস্টারে করল। ভারত তখন ভাল জায়গায় ছিল। পন্থ ভাল খেলছিল। কিন্তু ওই শট খেলতে গিয়ে চোট পেল। যার কোনও দরকারই ছিল না। চোট নিয়েও অবশ্য প্রথম ইনিংসে ব্যাট করেছে। জানি না দ্বিতীয় ইনিংসে পারবে কিনা।’
এটা ঘটনা, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ৩৭ রানে ব্যাট করছিলেন পন্থ। ভালই খেলছিলেন। ক্রিস ওকসের ডেলিভারিটা সুইপ করতে গিয়েছিলেন পন্থ। কিন্তু বলটি ফস্কান। বলটি গিয়ে হিট করে সোজা পন্থের বুটে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। মাঠে চলে আসেন ফিজিও। শুয়ে পড়েন পন্থ। দাঁড়িয়ে থাকতে আর পারছিলেন না তিনি। শেষমেশ অ্যাম্বুল্যান্স ডাকতে হয় মাঠে। পন্থ সেই অ্যাম্বুল্যান্সে চেপে বেরিয়ে যান। স্ক্যান রিপোর্টে জানা যায়, ডান পায়ের পাতার হাড় ভেঙেছে পন্থের। অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে। তারপরেও তিনি দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন এবং অর্ধশতরান করেন।
আরও পড়ুন: পন্থের চোটের পর ক্রিকেটে এই নিয়ম আনতে চলেছে আইসিসি
এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে ক্রমশ কোণঠাসা হচ্ছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড তুলে ফেলেছে ৫৪৪ রান। পড়েছে সাত উইকেট। এখনই ১৮৬ রানে এগিয়ে ইংরেজরা। জো রুট করেন ১৫০। অধিনায়ক বেন স্টোকস ৭৭ রানে ব্যাট করছেন। যা পরিস্থিতি এখান থেকে ভারতের ড্রয়ের দিকেই ঝোঁকা উচিত। কিন্তু তার জন্য ব্যাটিংটা ভাল করতে হবে।
সবচেয়ে বড় কথা বুমরা বোলিংয়ে ধার বাড়াতে পারেননি। পেয়েছেন মাত্র এক উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। বুমরা বল হাতে ব্যর্থ হতেই রানের পাহাড়ে চড়ে বসেছে ইংল্যান্ড। অন্যদিকে, এদিকে, টেস্টে রানের নিরিখে রাহুল দ্রাবিড়, জাক কালিস ও রিকি পন্টিংকে টপকে গেলেন জো রুট। টেস্টের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার আগে আছেন শুধু শচীন তেন্ডুলকার।
ম্যাঞ্চেস্টারে আরও কয়েকটি নজির গড়েছেন রুট। ঘরের মাঠে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করে তিনি স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানকে টপকে গেছেন। এছাড়া স্টিভ স্মিথকে টপকে ভারতের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি শতরান এখন রুটেরই।
