আজকাল ওয়েবডেস্ক:‌ অ্যাশেজে ০–২ পিছিয়ে দল। আর একটা হার মানে অ্যাশেজ এবারও হাতছাড়া। তবুও কোনও লজ্জা নেই ইংরেজ ক্রিকেটারদের। স্টোকসরা চলে গেলেন ছুটি কাটাতে। অ্যাশেজ সিরিজে জোড়া হারের পর সমুদ্রসৈকতে ছুটি কাটাতে চলে গিয়েছে গোটা ইংল্যান্ড দল। আর তাতেই সমালোচনার মুখে পড়েছেন বেন স্টোকসরা।


‘ডেইলি মেল’ সংবাদমাধ্যম জানিয়েছে, এডিলেডে তৃতীয় টেস্টের আগে ব্রিসবেনের উত্তরে নুসা সৈকতে ছুটি কাটাতে গিয়েছেন ইংরেজ ক্রিকেটাররা। সেখানে একটি হোটেলে রয়েছেন তাঁরা। কোচ ম্যাকালামের সঙ্গে কয়েক জন ক্রিকেটার সেখানে গিয়ে গাড়িতে চড়ে ঘুরেছেন। কয়েক জন আবার পায়ে হেঁটেই ঘুরতে বেরিয়েছিলেন। স্টোকসকেও সমুদ্রসৈকতে একা একা ঘুরতে দেখা গিয়েছে।


স্টোকস হোটেলে সতীর্থদের সঙ্গে খাবারও পর্যন্ত খাননি। হোটেলের বাইরে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। একটি খাবারের সংস্থার কর্মীর কাছ থেকে খাবারও নিয়েছেন তিনি। ইংরেজ ক্রিকেটারদের শরীরী ভাষা দেখে একবারও মনে হয়নি সিরিজে ০–২ পিছিয়ে রয়েছেন তাঁরা। ফুরফুরে মেজাজে রয়েছে গোটা ইংল্যান্ড দল। একেবারে ছুটির মেজাজে রয়েছেন তাঁরা। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে এডিলেড টেস্ট। 


প্রসঙ্গত, পারথে প্রথম টেস্টে দু’দিনে হেরে গিয়েছে ইংল্যান্ড। ব্রিসবেনে দিন–রাতের টেস্ট শেষ হয়েছে চার দিনে। এই পরিস্থিতিতে স্টোকসদের ছুটি কাটাতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্যর জিওফ্রে বয়কটের মত প্রাক্তন ক্রিকেটার ও ডেভিড লয়েডের মতো ধারাভাষ্যকার। লয়েড বলেছেন, “নুসা এমন একটা সৈকত, যেখানে গেলে বিশ্রামের থেকে ধকল বেশি হয়। কারণ, সৈকতে ঘোরার পাশাপাশি পানশালায় ভিড় করেন সকলে। সামনে এডিলেডে সিরিজ বাঁচানোর লড়াই। তার আগে স্টোকসরা কেন সেখানে গেলেন? ওঁদের দেখে মনে হচ্ছে, খেলার কোনও ইচ্ছাই নেই।’‌ বয়কট বলেন, ‘‌স্টোকস আর ওর দলকে দেখে অবাক হয়ে যাচ্ছি। ওরা বাইরের কারও কথা শুনছে না। আমরা তো আর ওদের খারাপ পরামর্শ দেব না। আমরাও ইংল্যান্ডের ক্রিকেটকে ভালবাসি। কিন্তু দলের বর্তমান অবস্থা দেখে হতাশ লাগছে।’‌ সমালোচনার জবাবও দিয়েছেন স্টোকস। বয়কট, বথামদের অতীত বলে সম্বোধন করেছেন ইংরেজ অধিনায়ক। যদিও সমালোচনার বিদ্ধ হয়ে ক্ষমাও চেয়েছেন স্টোকস।