আজকাল ওয়েবডেস্ক:‌ ইংরেজ ব্যাটার জেকব বেথেল ইতিহাস গড়তে চলেছেন। এই ইংরেজ ক্রিকেটার দেশের ১৩৬ বছরের পুরনো একটা নজির ভেঙে দিতে চলেছেন। মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হতে চলেছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন বেথেল। সম্প্রতি অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম।


ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হওয়ার নজির রয়েছে মন্টি বাউডেনের। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা টেস্ট ম্যাচে ২৩ বছর বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। অধিনায়ক আউব্রে স্মিথ জ্বরে অসুস্থ হয়ে পড়ায় বাউডেনকে অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল।


টি–টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন হ্যারি ব্রুক। তবে আয়ারল্যান্ড সিরিজে তাঁকে এবং দলের বেশির ভাগ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ইংল্যান্ডের ঘরোয়া লিগ ‘দ্য হানড্রেড’–এ খেলছেন ব্রুক। আবার সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে নেতৃত্ব দেবেন।
ইংল্যান্ডের প্রধান নির্বাচক লুক রাইট বলেছেন, ‘‌দলে আসার পর থেকে বেথেলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের আকৃষ্ট করেছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ওকে আন্তর্জাতিক স্তরে নিজের দক্ষতা আরও শানিয়ে নেওয়ার সুযোগ করে দেবে।’‌ 

 

আরও পড়ুন:‌ এশিয়া কাপের দলে জায়গা নাও পেতে পারেন এই তারকা ক্রিকেটার, কে তিনি?‌


প্রসঙ্গত, ২০০৩ সালে বার্বাডোজে জন্ম বেথেলের। ছোট বয়সেই বাবা–মায়ের সঙ্গে ইংল্যান্ডে চলে আসেন তিনি। ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেট খেলে বেড়ে উঠেছেন। ২০২২ সালে ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভাল খেলে নজরে আসেন। গত বছর সিনিয়র দলে সব ফরম্যাটেই অভিষেক হয়েছে। আইপিএলে বিরাট কোহলির দল বেঙ্গালুরুর হয়েও খেলেছেন গত মরসুমে। সেই বেথেলই এবার হতে চলেছেন ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক। 

বেথেলের বয়স এখন ২১ বছর ২৯৭ দিন। অধিনায়কত্ব করার সময় তাঁর বয়স হবে ২১ বছর ৩২৯ দিন। সেপ্টেম্বরের ১৭ তারিখ অধিনায়ক হিসেবে অভিষেক হবে বেথেলের। জস বাটলার, ফিল সল্টের মতো ক্রিকেটাররা খেলবেন বেথেলের নেতৃত্বে। 

এদিকে, ইংল্যান্ড–ভারত টেস্ট সিরিজ ২–২ ড্র হয়েছে। সিরিজ সেরা হয়েছেন শুভমন গিল। আর ওভালে শেষ টেস্টে ভারতকে জিতিয়েছেন মহম্মদ সিরাজ। অ্যান্ডারসন–তেন্ডুলকার সিরিজের ম্যাচ ঘোরানো মুহূর্ত বাছতে গিয়ে হয়ত অনেকেই ওভালে মহম্মদ সিরাজের পঞ্চম দিনের বোলিং স্পেলকেই বেছে নেবেন। কিন্তু সিরিজ ড্রয়ের ক্ষেত্রে ওভাল টেস্ট নয়, ম্যাঞ্চেস্টার টেস্টকেই প্রাধান্য দিলেন যুবরাজ সিং। এই টেস্ট ড্রয়ের ফলেই সিরিজ ২–২ করা সম্ভব হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডের পাটা উইকেটে শেষ পাঁচটা সেশন ব্যাট করে কোনওক্রমে চতুর্থ টেস্ট ড্র করে শুভমান গিল অ্যান্ড কোম্পানি। ১০৩ রান করেন ভারত অধিনায়ক। ৯০ করেন লোকেশ রাহুল। টেস্টের শেষ দিনে শতরান করেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। পঞ্চম উইকেটে ২০৩ রান যোগ করে এই জুটি। 

 

আরও পড়ুন:‌ অবসরের ১০ বছর পর ধোনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বীরু, জানলে চমকে যাবেন...

বৃহস্পতিবার আইসিসি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সিরিজের সেরা মুহূর্ত বেছে নেন প্রাক্তন তারকা।