আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ‌আট দিন। তারপরই হেডিংলিতে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। জোরকদমে প্রস্তুতি চলছে দুই দলেরই। ভারতের জন্য নতুন অস্ত্র তৈরি রাখতে পারে ইংল্যান্ড। একটি রিপোর্ট অনুযায়ী, সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিসে ডাকা হয়েছে তরুণ ফাস্ট বোলার এডি জ্যাককে। ইংল্যান্ড লায়ন্সের হয়ে দুটো ম্যাচেই নজর কাড়েন তিনি। ১৯ বছরের হ্যাম্পশায়ারের পেসার কেএল রাহুলকে আউট করা মাত্র নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন। প্রথম ইনিংসে শতরান করা ভারতীয় তারকাকে আউট করেন এডি। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার জ্যাক ইংল্যান্ড লায়ন্সের কোচিং গ্রুপকে প্রভাবিত করেন। এই তালিকায় ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ, মার্ক উড এবং গ্রেম সোয়ান। 

হ্যাম্পশায়ারের হয়ে এখনও কাউন্টি অভিষেক হয়নি। কিন্তু দুটো প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছেন। দুটোই ভারতীয় এ দলের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়েও খেলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে পাঁচ উইকেটও নেন। নর্থহ্যাম্পটনে ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দেন জ্যাক। নীতিশ রেড্ডি এবং ধ্রুব জুরেলকে ঝামেলায় ফেলেন। শেষমেষ জুরেলকে আউট করেন। এবার ওপেনিং টেস্টের দশদিন আগে সিনিয়র দলের অনুশীলনে ডাকা হল তাঁকে। চোটের জন্য প্রথম টেস্টে নেই জোফ্রা আর্চার। পুরো সিরিজে নেই মার্ক উড। হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে গাস আটকিনসনের। পেসারদের মধ্যে প্রথম টেস্টে নিশ্চিত ক্রিস ওকস এবং জোশ টং। ভারতীয় এ দলের বিরুদ্ধে দু'জনেই উইকেট পান। তবে বিকল্প হিসেবে এই তরুণ 'দানব' পেসারকে তৈরি রাখছে ইংল্যান্ড।