আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে নয়া চমক। বছর শুরুতে বিশ্বফুটবলে এখনও পর্যন্ত সবচেয়ে বড় খবর। প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে চান ইলন মাস্ক। এমনই দাবি করলেন প্রখ্যাত শিল্পপতির বাবা ইরল মাস্ক। তিনি বলেন, 'অবশ্যই ওর এমন ইচ্ছে আছে। তবে তারমানে এই নয় যে ও ক্লাবটা কিনছে। ও অবশ্যই এটা চায়। যে কেউ তাই চাইবে। আমি হলেও চাইতাম। তাই আমার এই বিষয়ে মন্তব্য করা উচিত না। ওরা দর বাড়িয়ে দেবে।' লিভারপুলের মালিকানা ফেনওয়ে স্পোর্টস গ্রুপের কাছে। তাঁদের পক্ষ থেকে জানানো হয়, এই খবরে কোনও সত্যতা নেই। পুরোটাই গুজব। এর আগে ইনভেস্টর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করা হয়, তবে ক্লাব বিক্রির কথা কোনওদিন জানায়নি তাঁরা। ক্লাবের কিছু শেয়ার ডাইন্যাস্টি ইকুইটিকে বিক্রি করা হয়।
সেই সময় এফএসজির সভাপতি মাইক গর্ডন বলেন, 'লিভারপুলের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা অক্ষুন্ন থাকবে। আমরা সবসময় বলি, কেউ যদি ইনভেস্টমেন্ট পার্টনার হিসেবে এগিয়ে আসতে চায়, তাঁকে স্বাগত। ভবিষ্যতের উন্নতি এবং আর্থিক পরিস্থিতির কথা ভেবে আমরা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।' এফএসজি গ্রুপের মালিকানায় ইউরোপের অন্যতম এলিট ফুটবল ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে লিভারপুল। ২০২০ সালে প্রিমিয়ার লিগ জেতে ইংলিশ ক্লাব। বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ভাল জায়গায় রয়েছে লিভারপুল।
