আজকাল ওয়েবডেস্ক: টেস্টে ঘরের মাঠে আবার শতরান। চেন্নাইয়ে ২০২১ সালের পর ২০২৪। পরপর সেঞ্চুরি। ভারতীয় দলের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রবিচন্দ্রন অশ্বিন। চিপকে টপ অর্ডার ধরাশায়ী হওয়ার পর জাদেজাকে সঙ্গে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান তারকা স্পিনার। প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা সাফল্য পেলেও, লাল মাটির পিচে শেষ সেশনে কাউন্টার অ্যাটাক দিয়ে টেস্টে নিজের ষষ্ঠ শতরান তুলে নেন অশ্বিন। জাদেজার সঙ্গে রেকর্ড পার্টনারশিপে দলের ৩০০ রানের গণ্ডি পার করেন। দলের প্রয়োজনে আবার জ্বলে ওঠেন। অশ্বিন শতরানে পৌঁছনোর পর পুরো স্টেডিয়াম তাঁকে অভিবাদন জানায়। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুলরা উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানায়। তবে এই সবকিছু ছাপিয়ে গিয়েছে একটি দৃশ্য। নজর কাড়ার পাশাপাশি হৃদয় জয় করে নিয়েছে গ্যালারিতে এক প্রবীণ ভদ্রমহিলার সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে দু'হাতে দুটো চারের কাপ নিয়ে সেই মহিলাকে হাততালি দিতে দেখা যায়। এই সেলিব্রেশন নজর এড়ায়নি ধারাভাষ্যকারদের। এটাকে লর্ডসের সঙ্গে তুলনা টানেন রবি শাস্ত্রী। তিনি বলেন, 'আন্টিকে দেখুন। এই সেলিব্রেশন অনেকটা লর্ডসের মতো। শতরান করে লং রুম দিয়ে ফেরার সময় গ্লাস হাতে এমনভাবেই সবাই হাততালি দেয়।' 

ঘরের মাঠে সাফল্য সবসময়ই আলাদা অনুভূতি। তিন বছর আগে রবি শাস্ত্রী কোচ থাকাকালীন ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন অশ্বিন। সেটাই ছিল চেন্নাইয়ে খেলা ভারতীয় দলের শেষ টেস্ট। এবার আবার ঘরের মাঠে, বাবার উপস্থিতিতে একশো করে তৃপ্ত ভারতীয় স্পিনার। শতরানের পর অশ্বিন জানিয়েছিলেন, 'ঘরের মাঠে খেলার অনুভূতি সবসময় আলাদা। এখানে নানান স্মৃতি রয়েছে। সদ্য টি-২০ ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছি। তাই খেলতে সুবিধা হয়েছে। এই পিচ চেন্নাইয়ের পুরোনো পিচের মতোই। যদিও বাউন্স একটু বেশি। নতুন বল সামলানো চ্যালেঞ্জিং।' প্রথম দিনের শেষে ৬ উইকেটে ভারতের রান ছিল ৩৩৯। দ্বিতীয় দিন স্কোরবোর্ডে মাত্র ৩৭ রান যোগ হয়। ১১৩ রানে আউট হন অশ্বিন। শতরান হয়নি জাদেজার। ব্যক্তিগত স্কোরে এদিন এক রানও যোগ করতে পারেননি। ৮৬ রানেই আউট হন ভারতীয় অলরাউন্ডার। ৩৭৬ রানে শেষ হয় ভারতের ইনিংস।