আজকাল ওয়েবডেস্ক:‌ হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ তলব করল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিনকে।


সূত্রের খবর, বৃহস্পতিবারই তলব করা হয়েছে আজহারকে। 


প্রসঙ্গত, গত নভেম্বরেই আর্থিক দুর্নীতির অভিযোগ পেয়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। আর আজহার যেহেতু সংস্থার প্রাক্তন সভাপতি ছিলেন, তাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল আজহারকে। 

প্রসঙ্গত, ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে আজহারের বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে সমন পাঠিয়েছে ইডি। হায়দরাবাদের ইডি দপ্তরে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সভাপতি থাকাকালীন তহবিলের টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে আজহারের বিরুদ্ধে। প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই প্রথম তাঁকে সমন পাঠাল ইডি। এদিকে, গত বছরের ফেব্রুয়ারি মাসে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতির পদ থেকে আজহারউদ্দিনকে সরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর এই তলব।