আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফেরার ২৪ ঘন্টার মধ্যে দল পেয়ে গেল বাংলার একাধিক ফুটবলার। ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে মনতোষ মাঝি এবং বিক্রম প্রধানকে। দু'জনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে লাল হলুদের। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের জন্যই নেওয়া হল সন্তোষ জয়ী বাংলার দুই ফুটবলারকে। সঞ্জয় সেনের দলের দিকে হাত বাড়িয়েছে মহমেডান স্পোর্টিং‌ও। আবু সুফিয়ানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। চলতি আইএসএলেই সাদা কালো জার্সিতে দেখা যাবে বাংলার ফুটবলারকে। সন্তোষ জয়ী দলের অধিনায়ক চাকু মান্ডির সঙ্গেও কথা বলছে মহমেডান। তাঁকে পেতে আগ্রহী কলকাতার তৃতীয় প্রধান। 

রবি হাঁসদাকে নিয়ে টানাটানি ইস্টবেঙ্গল এবং মহমেডানের মধ্যে। সন্তোষের সেরা ফুটবলারের সঙ্গে কথাবার্তা চলছে দুই ক্লাবেরই। অস্কার ব্রুজোর পছন্দ হয়েছে রবিকে। তবে শোনা যাচ্ছে, সিনিয়র দল নয়, তাঁকে জুনিয়র দলের জন্য চাইছে ইস্টবেঙ্গল। কিন্তু আইএসএলে খেলতে চান বাংলার সন্তোষ জয়ের অন্যতম কারিগর। সেদিক থেকে লাল হলুদকে টেক্কা দিতে পারে মহমেডান।‌ সাদা কালো ব্রিগেডের হয়ে আইএসএলে খেলার জন্যই রবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাই মহমেডানের দিকে ঝুঁকতে পারেন হাঁসদা। তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী দীপেন্দু বিশ্বাস। শেষমেষ কলকাতার দুই জায়ান্টের মধ্যে কাদের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে সেটা সময়ই বলবে। আগামী দু'দিনের মধ্যে রবি হাঁসদার পরবর্তী ঠিকানা নির্দিষ্ট হয়ে যাবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্তোষ জয়ী বাংলা দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি চাকরির প্রতিশ্রুতিও দেন।