আজকাল ওয়েবডেস্ক: সব ঠিকঠাক থাকলে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলতে দেখা যাবে দুর্ধর্ষ এক স্ট্রাইকারকে। 

তিনি মরোক্কোর ফুটবলার হামিদ আহদাদ। গত মরশুমে দিয়ামান্তাকোসকে নেওয়া হলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে নতুন মরশুমে ইস্টবেঙ্গল দারুণ মানের একজন স্ট্রাইকারের খোঁজে ছিল শুরু থেকেই। হামিদ আহদাদ লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা পূরণ করবেন বলেই মনে করা হচ্ছে। 

ইস্টবেঙ্গলের সঙ্গে হামিদ আহদাদের কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। সই করা কেবল সময়ের অপেক্ষা। মরক্কোর জাতীয় দলের হয়েও খেলেছেন হামিদ। মরোক্কান লিগের পাশাপাশি মিশরের লিগেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তিনি।

মরোক্কান ক্লাব এল জাদিদির হয়ে ২০টি গোল করেন তিনি। মিশরের জামালেক ক্লাবে তিনি সফল হননি। ফিরে আসেন মরোক্কোর রাজা কাসাব্লাঙ্কাতে। সেই ক্লাবের হয়ে মোট ২১টি গোল করেন হামিদ। 

Hamid Ahaddad du Zamalek revient au Raja de Casablanca

দারুণ গতি রয়েছে হামিদের। সেই সঙ্গে দ্রুত দিক পরিবর্তন করতে পারেন। গতি তাঁর সম্বল। টেকনিক্যালি খুব ভাল। ফিনিশিংও দুরন্ত। বিপক্ষ ডিফেন্ডারের  রাতের ঘুম কেড়ে নিতে পারেন এই মরক্কান তারকা।  

মরোক্কোর প্রথম ডিভিশনে খেলছেন দীর্ঘ সময়। ওয়াইদাদ এসি-র মতো ক্লাবের জার্সিও ওঠে তাঁর পিঠে। এই ওয়াইদাদ ক্লাব বিশ্বকাপে খেলেছে। বোটোলা ক্লাব থেকে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন হামিদ আহদাদ। মাত্র তিরিশ বছর বয়স তাঁর। ফলে লাল-হলুদের গোলক্ষরা কাটাতে পারেন তিনি। গোল করবেন হামিদ,  গ্যালারিতে সমর্থকরা গান ধরতেই পারেন, 'বলে বলে গোল'।  

এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ব্রাজিলিয়ান মিগুয়েল, প্যালেস্তাইনের রশিদকে পাকা করে ফেলেছে। এবার লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের পথে মরোক্কোর হামিদ আহদাদ।