আজকাল ওয়েবডেস্ক: শিলং লাজংয়ের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে এতটাই চটে ছিলেন কার্লেস কুয়াদ্রাত, যে মিডিয়ার সঙ্গে কোনও কথাই বলেননি। এবার রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করল ইস্টবেঙ্গল কর্তারা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ডুরান্ড কোয়ার্টার ফাইনালে রেফারির এমন দুটো সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে গিয়েছে যা খেলার ফলাফলের উপর ভীষণভাবে প্রভাব ফেলেছে I দাবি, এর আগেও বহু গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির সিদ্ধান্তের জন্য ভুগতে হয়েছে। দুটো ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে। প্রথমটায় দেখা যাচ্ছে পেনাল্টি বক্সের মাথা থেকে সাউলের গোল লক্ষ্য করে মারা শট লাজংয়ের এক ফুটবলার হাত দিয়ে প্রতিরোধ করে। সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন জানায় ইস্টবেঙ্গল ফুটবলাররা। কিন্তু রেফারি হ্যান্ডবল এবং পেনাল্টি না দিয়ে কর্নার দেয় I

ম্যাচের গুরুত্বপূর্ণ সময় পেনাল্টি পেলে রেজাল্ট বদলে যেতে পারত। দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, নন্দকুমারের সেন্টার পেনাল্টি বক্সের মধ্যে হেড করতে লাফান ডিয়ামানটাকোস। কিন্তু লাজংয়ের ডিফেন্ডার তাঁকে সরাসরি পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় I এক্ষেত্রেও রেফারি কোনওরকম ফাউলের নির্দেশ দেননি I এই দুটো ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।