আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতেই ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল।‌ শিলং লাজংয়ের কাছে হারে কার্লেস কুয়াদ্রাতের দল। তার পরের দিনই হল এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ বিন্যাস। তুলনামূলকভাবে সহজ গ্রুপে লাল হলুদ। বাংলাদেশের বসুন্ধরা কিংস, লেবাননের নেজমেহ এসসি এবং ভুটানের পারো এসসির বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। গ্রুপ পর্বের সব ম্যাচ ভুটানে খেলবে লাল হলুদ। ২৬ অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। বৃহস্পতিবার এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র ঘোষিত হল। সেখানে ওয়েস্ট জোনে তুলনায় সহজ গ্রুপে কলকাতায় প্রধান। লেবানন ছাড়া বাকি দুই দেশ ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের পেছনে। তবে সহজ গ্রুপে পড়লেও ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দলগুলো নিজেদের দেশে চ্যাম্পিয়ন। 

গত সপ্তাহে ঘরের মাঠে আলতেইন আসিরের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ার থেকে ছিটকে গিয়েছে লাল হলুদ। তবে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শেষ হয়নি। এবার এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে ইস্টবেঙ্গল। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইএসএল। তার পাশাপাশি এএফসির প্রস্তুতি চলবে ইস্টবেঙ্গল। এবার ভাল দল গড়েও ধাক্কা খেতে হয়েছে। মরশুমের প্রথম দুই টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং ডুরান্ড কাপে এসেছে শুধুই হতাশা। এবার কুয়াদ্রাতের পাখির চোখ আইএসএল। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চেও ভাল রেজাল্ট করতে চাইবেন লাল হলুদের স্প্যানিশ কোচ। তবে তার আগে রক্ষণ মজবুত করতে হবে। নয়তো গোটা মরশুমে ভুগতে হবে ইস্টবেঙ্গলকে।