আজকাল ওয়েবডেস্ক: আরও দু'বছর ইস্টবেঙ্গলে পিভি বিষ্ণু। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত লাল হলুদ জার্সিতে দেখা যাবে প্রতিভাবান ফুটবলারকে। গত আইএসএলে চার গোল করে যৌথভাবে ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন বিষ্ণু। তাঁর দিকে হাত বাড়িয়েছিল মোহনবাগান। একটা সময় শোনা গিয়েছিল, গঙ্গাপারের অন্য ক্লাবের দিকে পা বাড়িয়েছেন। কিন্তু শেষপর্যন্ত অস্কার ব্রুজো এবং থংবয় সিংটোর সঙ্গে আলোচনার পর ইস্টবেঙ্গলে থেকে যাওয়ায় সিদ্ধান্ত নেন বিষ্ণু। কথাবার্তা অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এদিন আরও দু'বছরের জন্য ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করে দিলেন। লাল হলুদের উঠতি তারকা জানান, তাঁর উন্নতিতে সাহায্য করেছে ইস্টবেঙ্গল। তাই ক্লাবকে আরও সাফল্য দিতে চান। বিষ্ণু বলেন, 'আরও উন্নতি করতে, ভাল প্লেয়ার হতে সাহায্য করেছে ইস্টবেঙ্গল। আমি ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রাখার জন্য ফ্যানদের ধন্যবাদ। আমি আজ যেখানে পৌঁছেছি, সবটাই এই ক্লাবের জন্য। তাই আমি ইস্টবেঙ্গলকে আরও সাফল্য দিতে চাই।' 

বিষ্ণু অস্কারের পছন্দের ফুটবলার। আগের মরশুমের শেষদিকে তাঁর জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে সওয়াল করেন অস্কার ব্রুজো। তৎকালীন জাতীয় দলের কোচ মনোলো মার্কুয়েজের সঙ্গেও বিষ্ণুকে নিয়ে কথা বলেন ইস্টবেঙ্গল কোচ। দলের অন্যতম অস্ত্রকে ধরে রাখতে পেরে খুশি লাল হলুদের স্প্যানিশ কোচ। অস্কার ব্রুজো বলেন, 'বিষ্ণু ক্লাবের গুরুত্বপূর্ণ অ্যাসেট। তাই ওর চুক্তিপত্র বাড়ানো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওর ড্রিবলিংয়ের দক্ষতা খুব ভাল। ম্যাচ উইনার। একইভাবে পরিশ্রম করে যেতে পারলে, একদিন দেশের অন্যতম সেরা উইঙ্গার হতে পারে।' আইএসএলে ইস্টবেঙ্গলের প্লেয়ার হিসেবে দ্রুততম গোল করার রেকর্ড রয়েছে ২৩ বছরের ফুটবলারের। ২০২৩-২৪ মরশুমে ওড়িশার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এই নজির গড়েন।