আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপ শুরু হতে এখনও ২২ দিন বাকি। তার আগেই মাঠ অধিগ্রহণ করল সেনাবাহিনী। মঙ্গলবার থেকে যুবভারতী সংলগ্ন দুটো প্র্যাকটিস মাঠের দখল নিল ডুরান্ড কমিটি। যার ফলে প্র্যাকটিসের জন্য মাঠ পাচ্ছে না মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কলকাতার দুই প্রধান কার্যত উদ্বাস্তু। প্রস্তুতির জন্য ইস্ট-মোহনকে খুঁজে নিতে হয়েছে অন্য মাঠ। মোহনবাগান অনুশীলন করবে নিউটাউন সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে। ইস্টবেঙ্গল প্র্যাকটিস করবে হাওড়া স্টেডিয়ামে। তবে রাজারহাটে ফেডারেশনের অ্যাকাডেমির অ্যাস্ট্রোটার্ফের মাঠে প্র্যাকটিস করতে হবে মোহনবাগানকে।
বর্তমানে সব জায়গায় ঘাসের মাঠে খেলা হয়। কলকাতা লিগও হচ্ছে ঘাসের মাঠে। সেখানে সবুজ মেরুনের জুনিয়র ব্রিগেডকে অ্যাস্ট্রোটার্ফের মাঠে প্র্যাকটিস করে ঘরোয়া লিগের ম্যাচগুলো খেলতে হবে। তারওপর রয়েছে চোট-আঘাতের আশঙ্কা। কলকাতা লিগের শুরুটা ভাল হয়নি মোহনবাগানের। পুলিশ এসির কাছে হার দিয়ে শুরু হয়েছে। এবার ডুরান্ড কমিটি মাঠের দখল নেওয়ায় সমস্যা আরও বাড়ল। অনিচ্ছা সত্ত্বেও প্র্যাকটিস করতে হবে অ্যাস্ট্রোটার্ফের মাঠে। যার প্রভাব পড়তে পারে ঘরোয়া লিগের খেলায়। তাই ডুরান্ড কাপের তিন সপ্তাহ আগে মাঠ অধিগ্রহণ নিয়ে বিরক্ত দুই ক্লাবের কর্তারা। ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু হতে ঢের দেরী আছে। সূচিও প্রকাশিত হয়নি। যে টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তায় কালো মেঘ, একাধিক দল নাম প্রত্যাহার করে নিচ্ছে, মোহনবাগান আদৌ খেলবে কিনা জানা নেই, সেই টুর্নামেন্টের জন্য ২২ দিন আগে মাঠ অধিগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে ময়দানে।
