আজকাল ওয়েবডেস্ক:‌ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে গিয়ে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার। 


তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যদিও আরও ৭২ ঘণ্টা তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হবে। বিকেএসপি–র পাশেই রয়েছে ফজিলাতুন্নেছা হাসপাতাল। সেখানেই চিকিৎসাধীন তামিম। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। 


মঙ্গলবার অবশ্য হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে ৪৮–৭২ ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে খেলা ছিল শাইন পুকুরের। সেই ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হন তামিম।


হাসপাতালে সোমবারই তামিমের অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। একটি ধমনীতে ব্লকেজ ধরা পড়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ‘‌তামিমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এখন অল্পস্বপ্ল হাঁটছেও। তবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা সাবধানে থাকতে হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস লাগতে পারে তামিমের।’‌


হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে তামিমের ইকো কার্ডিওগ্রাফি করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, ‘‌তামিমের হার্ট সচল রয়েছে। তবে আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না। অস্বাভাবিকতা ধরা পড়তেই পারে। তামিমের শারীরিক অবস্থার উন্নতি হলেও আচমকা কিছু হতেই পারে। তাই সাবধান থাকতে হবে। তামিমকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।’‌ তবে চিকিৎসকরা জানিয়েছেন, গোটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তামিমের পরিবারের লোকেরাই।