আজকাল ওয়েবডেস্ক: কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও নায়ক। তাঁর নিরাপদ হাতেই আরও একটি ফাইনালে মোহনবাগান। বিশাল বন্দনায় বাগান কোচ থেকে ফুটবলার। তাঁর ভূয়োসী প্রশংসায় সতীর্থরা। দিমিত্রি বলেন, 'বিশাল আজকের নায়ক। দুটো পেনাল্টি সেভ করেছে। ওর প্রতি আমাদের আস্থা আছে। এবার চ্যাম্পিয়ন হতে আর একটা ম্যাচ বাকি।' ইন্টারকন্টিনেন্টাল কাপের দলে সুযোগ পাননি বিশাল কাইথ‌। যা নিয়ে অনেকেই সরব হয়েছে। বাগান কিপার এই নিয়ে মুখ না খুললেও দলের অধিনায়ক আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, তাঁকে জাতীয় দলে দেখার অপেক্ষায় তিনি। শুভাশিস বলেন, 'বিশাল বর্তমানে ভারতের সেরা গোলকিপারদের মধ্যে অন্যতম। ও সেটা মুখে নয়, মাঠে প্রমাণ করছে। আশা করব ভবিষ্যতে দেশের হয়েও খুব ভাল খেলবে।'

এদিন একাধিক গোলের সুযোগ নষ্ট না হলে আগেই সমতা ফেরাতে পারত বাগান। সিটার মিস করেন গ্রেগ স্টুয়ার্ট। তবে সেই নিয়ে একেবারেই ভাবিত নন দিমিত্রি পেত্রাতোস। অনিরুদ্ধ থাপার গোলের প্রশংসা করেন। এবার পাখির চোখ ফাইনাল। দিমিত্রি বলেন, 'সুযোগ নষ্ট খেলার অঙ্গ। আমরা গোলের সুযোগ তৈরি করছি। এটাই ভাল দিক। আমাদের বোঝাপড়ারও উন্নতি হচ্ছে। আরও একটা ম্যাচ জেতার জন্য আমরা তৈরি। গ্রেগ কোয়ালিটি প্লেয়ার। অনেক জায়গায় খেলেছে। প্রচুর অভিজ্ঞতা আছে। ও দলকে সাহায্য করছে। থাপা দারুণ গোল করেছে। আমাদের ম্যাচে ফিরিয়েছে। আমরা কখনও আশা ছাড়িনি। এই ইতিবাচক দিকটাই আমাদের পরের ম্যাচেও ধরে রাখতে হবে। আমাদের ফোকাস ডুরান্ড ফাইনাল।' 

ফুটবলারদের মনের জোরের প্রশংসা করেন শুভাশিস।‌চোট পেয়ে ম্যাচের ২৫ মিনিটের মাথায় মাঠ ছাড়েন। ফাইনালে খেলতে পারবেন কিনা জানা নেই। তবে দলের সাফল্যে উচ্ছ্বসিত বাগানের অধিনায়ক। শুভাশিস বলেন, 'দল চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে ফিরে আসতে হয়। দিব্যেন্দু অসাধারণ খেলেছে। প্রত্যেক প্লেয়ার খুব ভাল খেলেছে। দল হিসেবে আমরা জিতেছি। মোহনবাগান এত ট্রফি জিতেছে, ট্রফি ছাড়া জয়ের কোনও মূল্য নেই। মোহনবাগান মানেই ট্রফি জিততে হবে। ফ্যানদের আশা পূরণ করতে চাই। আমরা ট্রফির জন্য খেলি। আমাদের ফোকাস ফাইনালে। আরও একবার ডুরান্ড কাপ জিততে চাই।' দিমি থেকে শুভাশিস, ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ হাতে তোলার অপেক্ষায় সকলেই। 

ছবি: অভিষেক চক্রবর্তী