আজকাল ওয়েবডেস্ক: সদ্য আই লিগ জিতে আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে মহমেডান স্পোর্টিং। ডুরান্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আইএসএলের অভিষেক ম্যাচে নজর কেড়েছে কলকাতার তৃতীয় প্রধান। আধিপত্য বিস্তার করেও গোল না করতে পারায় হারতে হয়েছে। ম্যাচ শেষে যার আফশোস করেন আন্দ্রে চের্নিশভ। তবে বর্তমানে সেই রেজাল্ট অতীত। গোয়া ম্যাচের ভাবনা সাদা কালো শিবিরে। প্রথম ম্যাচের চারদিন পর আবার মাঠে নামতে চলেছে কলকাতার তৃতীয় প্রধান। শুক্রবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চূড়ান্ত প্রস্তুতি সাড়ে মহমেডান দল। প্রথম ম্যাচের নিরিখে দলকে ঘিরে আশার আলো দেখতে শুরু করেছেন কর্তা থেকে সমর্থক। আত্মবিশ্বাস বেড়েছে দলের ফুটবলারদেরও। তবে বাস্তবের মাটিতেই পা রয়েছে আন্দ্রে চের্নিশভের। রাতারাতি স্বপ্নের ফানুশে উড়তে চান না। গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে মনে করিয়ে দিলেন তাঁদের দলের সঙ্গে বাকি আইএসএলের দলের পার্থক্য। চের্নিশভ বলেন, 'আই লিগের সঙ্গে আইএসএলের প্লেয়ার থেকে শুরু করে পরিকাঠামো, সংগঠন সবকিছুর বিশাল পার্থক্য রয়েছে। আজকে সুজুকি চালিয়ে কাল ফেরারি চালানোর মতো ব্যাপার। দুই লিগের তফাৎটা ঠিক তেমনই। পাঞ্জাব গতবছর শুরুটা খুব খারাপ করে। জানুয়ারির পর থেকে ভাল খেলতে শুরু করে। যার ফলে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করারও একটা সম্ভাবনা ছিল। ওদের মানিয়ে নিতে তিন থেকে চার মাস লেগেছে। আশা করব আমাদের এতদিন লাগবে না।'
নর্থ ইস্টের বিরুদ্ধে মানজোকি, অ্যালেক্সিসরা বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও গোল হয়নি। যার খেসারত দিতে হয়েছে দলকে। গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে বিষয়টি মাথায় রাখছেন মহমেডান কোচ। স্পষ্ট জানিয়ে দিলেন, আক্রমণভাগে তাঁদের উন্নতি করতে হবে। চের্নিশভ বলেন, 'আমরা গোল করতে পারিনি। এটা শুধু স্ট্রাইকারদের সমস্যা নয়, গোটা দলের। মানজোকি বেশ কয়েকটা শট নেয়। অ্যালেক্সিসও সুযোগ পেয়েছিল। আমাদের আক্রমণে আরও উন্নতি করতে হবে। একাধিক সুযোগ মিস করেছি, গোল করতে পারিনি। এটা সমস্যা। তবে অনেকে দু'সপ্তাহে মানিয়ে নিতে পারে, আবার অনেকের এক মাস লেগে যায়। এই দু'জনের থেকে ফ্যানদের প্রত্যাশা বাড়ছে। কিন্তু সেই সময়টা তাঁদের দিতে হবে।'
এফসি গোয়াকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন সাদা কালোর কোচ। কোনও রাখঢাক না করেই জানিয়ে দিলেন, তাঁদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। চের্নিশভ বলেন, 'গোয়া শক্তিশালী দল। কোচ ভাল। ওরা জানে কীভাবে খেলতে হয়, ম্যাচ জিততে হয়। আগের ম্যাচে ওরা ৫-০ গোলে জিততে পারত। গোলের প্রচুর সুযোগ পেয়েছে। অভিজ্ঞ প্লেয়ার রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।' প্রস্তুতির যথাযথ সময় পাননি চের্নিশভ। সংক্ষিপ্ত প্রাক মরশুম প্রস্তুতির ভরসাতেই নামতে হয়েছে। সেই কারণেই দলের ফিটনেস এখনও ভাল জায়গায় নেই। ৭০ মিনিটের পর ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়ছে। শেষদিকে গোল হজম করার এটা প্রধান কারণ, জানালেন মহমেডানের রুশ কোচ। পাশাপাশি মনোসংযোগ ঘাটতিরও উল্লেখ করেন। গোয়ার বিরুদ্ধে আর সেই ভুলের পুনরাবৃত্তি চান না চের্নিশভ। এদিকে প্রথম ম্যাচে ভাল ফুটবল আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে মাকান ছোটের। দ্রুত আইএসএলের প্রথম জয় পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি।
