আজকাল ওয়েবডেস্ক:‌ ঘুরিয়ে মহেন্দ্র সিং ধোনিকেই কটাক্ষ করে বসলেন ডেল স্টেইন?‌ উঠল প্রশ্ন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘‌কিছু কিছু ক্রিকেটারের এই লিগে আর জায়গা নেই।’‌। তবে কোন লিগ, কোন ক্রিকেটার সে সব উল্লেখ করেননি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার। তবে এটা ঘটনা ৯৩টি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে স্টেইনের।


এই পোস্টের পরেই নেটিজেনরা ধরে নিয়েছেন যে ধোনিকে লক্ষ্য করেই এই পোস্ট করা হয়েছে। তাই এক জন লিখেছেন, ‘‌থালাকে সরানো উচিত হবে না।’‌ প্রসঙ্গত, ধোনিকে চেন্নাইয়ে থালা বলে ডাকা হয়। আর এক জন বলেছেন, ‘‌মনে হচ্ছে ধোনির কথা বলা হয়েছে।’‌ আর এক জন লিখেছেন, ‘‌স্টেইন সম্ভবত ঋষভ পন্থ, ধ্রুব জুড়েল, লিভিংস্টোন, পাডিক্কাল, ধোনি, রোহিতদের কথা বলতে চেয়েছেন।’‌ আর এক জন বলেছেন, ‘‌স্টেইন সম্ভবত থালার কথা বলতে চাইলেন।’‌


তবে এটা ঘটনা উইকেটের পিছনে ক্ষিপ্রতা থাকলেও ব্যাটার ধোনি দলকে জেতাতে পারছেন না। রান নেই। রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য ছিটকে যাওয়ার পর ধোনিকে নেতা বানিয়েছে সিএসকে। কিন্তু কলকাতার কাছে ঘরের মাঠে বিচ্ছিরিভাবে হেরেছে চেন্নাই। আট উইকেটে। ধোনি মাত্র ১ রান করেছেন। এরপরেই ধোনিকে নিয়ে প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। আর কত দিন খেলবেন মাহি?‌