আজকাল ওয়েবডেস্ক: জল্পনা তুঙ্গে। টিম ইন্ডিয়ার ক্রিকেটার যজুবেন্দ্র চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে স্ত্রী ধনশ্রী বর্মার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্ত্রী’র সঙ্গে থাকা সমস্ত ছবি সরিয়ে দিয়েছিলেন চাহাল। কিন্তু ধনশ্রী তা করেননি। এতেই অনেকে অবাক হয়ে যান। অবশেষে বুধবার রাতে মুখ খোলেন ধনশ্রী। বলেন, ‘গত কয়েকটা দিন আমার ও আমার পরিবারের কাছে ভীষণ কঠিন ছিল। ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই ধরণের ভিত্তিহীন খবরের জন্য সম্মানহানি হয়।’ তাঁর কথায়, ‘নিজের পরিচয় গড়ে তুলতে কয়েক বছর কঠিন পরিশ্রম করতে হয়েছে। চুপচাপ আছি বলে কেউ ভাববেন না এটা আমার দুর্বলতা। ভিত্তিহীন খবর সোশ্যাল মিডিয়ায় লোকে বেশি খায়। আর আমি সত্যিটা পছন্দ করি।’
 
 প্রসঙ্গত, ধনশ্রী পেশায় এক জন দন্ত চিকিৎসক। এছাড়াও তিনি এক জন ইউটিউবার ও কোরিওগ্রাফার। ২০২০ সালের ৮ আগস্ট একটি রিয়েলিটি শো–এ চাহালের সঙ্গে আলাপ হয়েছিল ধনশ্রীর। এরপর ২০২০ সালের ২২ ডিসেম্বর গুরুগ্রামে চাহাল–ধনশ্রীর বিয়ে হয়।
 
 কিন্তু কয়েক বছর যেতে না যেতেই আচমকা কিছুদিন আগে শুরু হয় এই জল্পনা। এরই মধ্যে মঙ্গলবার চাহাল একটি পোস্টে লিখেছিলেন, ‘নীরবতাই সবচেয়ে সেরা দাওয়াই এই জল্পনাকে চুপ করিয়ে দেওয়ার জন্য।’ এরপর বুধবার রাতে মুখ খুললেন ধনশ্রী।  
