আজকাল ওয়েবডেস্ক: বছর তিনেক আগে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে প্রয়াত হন শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কো সামুইয়ে ৫২ বছর বয়সে থেমে গিয়েছিল স্পিন ম্যাজিশিয়ানের রূপকথা। 

ওয়ার্নের ম্যানেজমেন্ট দলের তরফ থেকে জানানো হয়েছিল হৃদরোগের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছে অন্য এক তথ্য। আর সেই প্রতিবেদনের তথ্য সঠিক হলে ওয়ার্নের মৃত্যু নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। 

হোটেলের যে রুমে অজি কিংবদন্তির নিথর দেহ উদ্ধার করা হয়েছিল, সেই ঘরেই ছিল 'কামাগ্রা' নামের যৌনক্ষমতা-বর্ধক ওষুধের বোতল। 

সেই বোতলটিকে সরিয়ে দেওয়া হয়। কেন সরিয়ে দেওয়া হল, তা নিয়ে এখন রহস্য ঘণীভূত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক  তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন, বিষয়টি স্পর্শকাতর। তাঁদের বোতলটা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই পুলিশ অফিসারের মতে, অনেক বড় জায়গা থেকে এই নির্দেশ এসেছিল। হতে পারে অস্ট্রেলিয়ার কোনও বড় অফিসার এই নির্দেশ দিয়েছে। কারণ তাঁরা চান না, তাঁদের দেশের কিংবদন্তির পরিণতি এভাবে হোক এবং তা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। 

ওয়ার্নের মৃত্যু নিয়ে যে রিপোর্ট সরকারি ভাবে প্রকাশিত হয়েছে, তাতে লেখা রয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ওয়ার্ন। সেখানে অন্য কারণের উল্লেখ নেই। কামাগ্রার জন্যই যে ওয়ার্নের মৃত্যু হয়েছে, তা কেউই নিশ্চিত করেনি। এটা এখনও স্পর্শকাতর বিষয়। অদৃশ্য বেশ কিছু শক্তিশালী হাত রয়েছে এর নেপথ্যে। কথাগুলো বলেছেন নামপ্রকাশে অনিচ্ছুক সেই তদন্তকারী অফিসার। 

তিনি আরও জানান, ওই বোতল থেকে কতটা কামাগ্রা খেয়েছিলেন ওয়ার্ন তা জানা নেই সেই অফিসারের। তাঁরা উপর মহলের আদেশমতো কামাগ্রার বোতল সরিয়ে দিয়েছিলেন। 

ওয়ার্ন চলে গিয়েছেন। কিন্তু তাঁর মৃত্যু নিয়ে রহস্য রয়েই গিয়েছে।