আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপের আগে বিপাকে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। করোনা অতিমারির সময়ে ওষুধ মজুত করার অভিযোগে গম্ভীরের নামে মামলা হয়েছিল। নিম্ন আদালতের ওই বিচার প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। ফের ২৯ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে গম্ভীরের বক্তব্য শোনা হবে। 


প্রসঙ্গত, কোভিডের সময় পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ছিলেন গৌতম গম্ভীর। সেই সময় তাঁর বিরুদ্ধে অতিরিক্ত পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুতের দায়ে মামলা দায়ের হয়। নিম্ন আদালতে ওই মামলার শুনানি চলছে। সেই বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গম্ভীর। গত সোমবার তাঁর আইনজীবী হাইকোর্টে শুনানির সময় জানান যে, গম্ভীর প্রাক্তন সাংসদ, জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক, কোভিডের সময় অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ দিয়ে মানুষের সাহায্য করেছেন। যার জবাবে বিচারপতি নীনা বনসল কৃষ্ণ বলেন, ‘‌যদি আপনি বিষয়টা সহজ করে বলতেন, তাহলে ভেবে দেখতাম। আপনি অনেক কিছু বলার চেষ্টা করছেন। আপনার মক্কেল, তাঁর নাম, তাঁর যোগ্যতা–পরিচয় এসব উল্লেখ করে কোর্টের সামনে কাজ চালাতে পারবেন না।’‌ আদালতের তরফ থেকে আরও বলা হয়, ‘‌একবার স্থগিতাদেশ দিলে আপনি কোর্টে হাজির হওয়া বন্ধ করে দেবেন, তদন্তও বন্ধ হয়ে যাবে।’‌ ৮ সেপ্টেম্বর নিম্ন আদালতে ফের শুনানি রয়েছে।


প্রসঙ্গত, কোভিডের সময় গৌতম গম্ভীরের সংস্থার বিরুদ্ধে বিনা অনুমতিতে করোনা চিকিৎসায় ব্যবহৃত ‘ফ্যাবিফ্লু’ ওষুধ প্রচুর পরিমাণে মজুত করার অভিযোগ উঠেছিল। গৌতম গম্ভীর নাকি তাঁর সংসদীয় এলাকায় বিনামূল্যে এই ওষুধ বিতরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক দীপক সিং ওই বেআইনি মজুতের বিরুদ্ধে কোর্টে মামলা করেছিলেন। যেখানে সাধারণ মানুষ ওষুধ পেতে বিপাকে পড়েছিল, সেখানে রাজনৈতিক নেতারা ওষুধ মজুত করছে? এমন অভিযোগ উঠেছিল। অতিরিক্ত পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুতের দায়ে গম্ভীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

 

আরও পড়ুন:‌ ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন করতেই হবে, নইলে..‌.‌ ফিফার কড়া বার্তা ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

প্রসঙ্গত, টিম ইন্ডিয়া এখন এশিয়া কাপ নিয়ে ব্যস্ত। ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে টুর্নামেন্ট। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। আর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত–পাক মহারণ। দল নির্বাচন হয়ে গেছে। শুভমান গিল টি২০ দলে ফিরেছেন সহ অধিনায়ক হিসেবে। জসপ্রীত বুমরাও দলে আছেন। তবে শ্রেয়স আইয়ার এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর অবাক হয়ে গিয়েছে ক্রিকেটমহল। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, একদিনের ক্রিকেটে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে। এদিকে, বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করেন, অধিনায়কের আসল প্রার্থী শ্রেয়স। আইপিএলে ভাল অধিনায়কত্ব করেন। সেই দিল্লির নেতা থাকার সময় থেকে। তাঁর হাত ধরে রানার্স হয় দিল্লি। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন। পরের বছর পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন। প্রাক্তন ভারতীয় তারকা মনে করেন, শ্রেয়সেরই পরবর্তী অধিনায়ক হওয়া উচিত।