আজকাল ওয়েবডেস্ক: ১৯৯৮ সালের পর প্রথমবার আইসিসি ট্রফি জয়ের হাতছানি। প্রয়োজন মাত্র ৬৯ রান। তবে এই পথ যে খুব মসৃণ হবে না সেটা জানিয়ে দিলেন ডেল স্টেইন। এককথায়, নিজের দলকে সতর্কবার্তা দিয়ে রাখলেন। তিনি মনে করেন, অস্ট্রেলিয়া হাল ছাড়বে না। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ২১৩। ম্যাচ দক্ষিণ আফ্রিকার দখলে আছে। সেই পর্যন্তই। কিন্তু প্রাক্তন প্রোটিয়া তারকা মনে করেন, এই জায়গা থেকেও প্রত্যাবর্তন করতে পারে অস্ট্রেলিয়া। তাই আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন।
স্টেইন বলেন, 'এটাই টেস্ট ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ড্রেসিংরুমে বসে ভাববে, তৃতীয় দিনের প্রথম সেশনে দুটো উইকেট তুলে নিতে পারলে বা এত নো বল না করলে, ম্যাচ এতক্ষণে তাঁদের পকেটে থাকত। তবে টেস্ট ক্রিকেট রোলার-কোস্টারে ভরা। ৬৯ রান শুনতে সহজ মনে হলেও, অস্ট্রেলিয়া সহজে ছাড়বে না। এই ৬৯ দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে কঠিন রান হবে। গত তিন দিনে আমরা অসাধারণ একটা টেস্ট দেখেছি।' বড় কোনও অঘটন না ঘটলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন আইডেন মার্করাম এবং তেম্বা বাভুমার দাপটে ইতিহাসের থেকে মাত্র ৬৯ রান দূরে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে শূন্যতে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান। ১৫৯ বলে ১০২ রানে অপরাজিত। অন্যদিকে চোটের সঙ্গে লড়াই করে তৃতীয় দিনের শেষে ৬৫ রানে অপরাজিত বাভুমা। ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ২১৩।
