আজকাল ওয়েবডেস্ক: ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলার নিয়ামত খবরাখবর যারা দেয়, এবার তাঁদের মাঠে নামার পালা। দিন-রাত এক করে দেওয়া পরিশ্রমের মধ্যেও ক্রীড়া সাংবাদিকরা যে বল পায়েও কম যান না, দেখানোর দিন এসে গেল! বৃহস্পতিবার জেএসডব্লিউ সিমেন্ট-সিএসজেসি মিডিয়া ফুটবলের ঢাকে কাঠি পড়ে গেল। এদিন বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে অনুষ্ঠিত হল মিডিয়া ফুটবলের ড্র। প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিলিয়ে মোট ২২টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ক্লাবের মাঠে ৫ এবং ৬ জানুয়ারি দু’দিন ব্যাপী হবে টুর্নামেন্ট। মিডিয়া টুর্নামেন্টের উদ্বোধন করার কথা সৌরভ গাঙ্গুলির। 

বৃহস্পতিবার লটারি করেন অর্জুন ফুটবলার শান্তি মল্লিক। ছিলেন ফিফা রেফারি চিত্তদাস মজুমদার। টুর্নামেন্টের যাবতীয় নিয়মকানুন সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়। শান্তি মল্লিক মজা করে বলেন, 'কাজের প্রবল চাপের মধ্যেও ক্রীড়া সাংবাদিকদের যেভাবে ফুটবল খেলার জন্য আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখছি, হয়তো এখান থেকেই কয়েকজন ভাল ফুটবলারকে পেয়ে যাব আমরা!' ম্যাচের দু’দিনই মাঠে উপস্থিত থাকবেন তারকা খেলোয়াড়রা। আমন্ত্রণ জানানো হয়েছে মন্ত্রীদেরও। সব মিলিয়ে শুরু হয়ে গেল কাউন্টডাউন।