আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে হলটা কী হরভজন সিংয়ের? গতকাল ভাজ্জি বলেছিলেন, ধোনির সঙ্গে আমার আর বাক্যালাপ নেই। গোটা ভারতবর্ষ ধরে নিয়েছে, দুই তারকার সম্পর্কে চিড় ধরেছে।
ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার বলেছিলেন, সিএসকে-তে খেলার সময়ে ধোনির সঙ্গে তাঁর কথা হত। তাও কেবল খেলার সময়ে। ধোনি তাঁর ঘরে আসতেন না। ভাজ্জিও যেতেন না ধোনির ঘরে। তার পরে বছর দশেক কেটে গেলেও ধোনি আর ভাজ্জির মধ্যে বাক্যবিনিময় হয় না।
সেই ভাজ্জি ফের টুইট করে বসলেন, ''অপরিচিতরাই সেরা বন্ধু হতে পারে সহজে ঠিক ততটাই সেরা বন্ধুরা অপরিচিত হয়ে যেতে পারে।'' হরভজনের এহেন পোস্টের পরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লিখছেন, হরভজন যাকে উদ্দেশ্য করে লিখেছেন, তিনি ধোনি ছাড়া হতেই পারেন না।
ধোনির নেতৃত্বে ভারত ২০১১ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আবার ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধোনির দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। অথচ সেই ভাজ্জির সঙ্গেই কথাবার্তা বন্ধ ধোনির। শুধু হরভজন নয়, ধোনির সঙ্গে অনেকেরই যোগাযোগ বিচ্ছিন্ন। গৌতম গম্ভীর সমালোচনা করেন ধোনির। বলেন, একটা ছক্কা ভারতকে বিশ্বকাপ জেতায়নি।
Strangers can become best friends just as easy as best friends can become strangers....
— Harbhajan Turbanator (@harbhajan_singh)Tweet by @harbhajan_singh
যুবরাজও বলেন, ''ধোনিকে ফোন করে পাওয়া যায় না।'' হরভজনের এহেন পোস্টের পরে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''আপনি খুব ধোনিকে মিস করেন দেখছি। তবে ধোনি নিশ্চয় আপনাকে মিস করেন না।''
