আজকাল ওয়েবডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ স্টেজের ম্যাচ খেলতে গোয়া আসার কথা আল নাসের-এর। কিন্তু সৌদি আরবের দলের সঙ্গে ভারতে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর দিকেই তাকিয়ে ছিলেন সবাই। রোনাল্ডো আসবেন গোয়ার মাটিতে।

গোয়ার কথা শুনে তিনি নাকি খেলতে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন।  কিন্তু সূত্রের খবর আল নাসের এলেও রোনাল্ডো আসছেন না দলের সঙ্গে। ২২ অক্টোবর এফসি গোয়ার সঙ্গে খেলা আল নাসের-এর। 

আরও পড়ুন: 'পেনাল্টি শুট আউটের আগে দেবজিৎকে চাপে ফেলেছিলেন কোচ', গোপন কথা ফাঁস করলেন সন্দীপ

সৌদির ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর দুটি ম্যাচে নামেননি রোনাল্ডো। ২২ তারিখের ম্যাচেও পর্তুগিজ মহাতারকাকে দেখা যাবে না। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের দিকে তাকিয়ে তিনি। জর্জ জেসাসের নেতৃত্বাধীন কোচিং স্টাউ রোনাল্ডোর ফিটনেস ঠিক রাখার কাজে  সজাগ। 

রোনাল্ডো আসবেন এই খবর প্রথমে ছড়িয়েছিল। আর তাই তাঁকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার অন্ত ছিল না।  নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছিল। এফসি গোয়া বারংবার খোঁজ নিচ্ছিল রোনাল্ডোর ব্যাপারে। তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল। শেষমেশ আল নাসের-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় রোনাল্ডো আসছেন না দলের সঙ্গে। 

রোনাল্ডো না এলেও আল নাসের যথেষ্ট শক্তিশালী দল। সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোম্যানের মতো খেলোয়াড় রয়েছেন দলে। এঁদের উপস্থিতিতে আল নাসের দুর্দান্ত শক্তিশালী তা বলাই বাহুল্য। 

এফসি ইস্তিকলল, আল জাওরাকে হারিয়ে আল নাসের গ্রুপে সবার উপরে। অন্যদিকে গোয়া এখনও পর্যন্ত জিততে পারেনি। আল নাসের যে তাদের শক্তিশালী চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা সবারই জানা। মানে, ফেলিক্সদের কীভাবে সামলায় গোয়া সেটাই এখন দেখার। 

আরও পড়ুন: ‘মহামেডান ছাগলের তৃতীয় সন্তান’, বিস্ফোরক মন্তব্য নওশাদের, ‘সস্তায় প্রচারের চেষ্টা’, পাল্টা দীপেন্দুর...