আজকাল ওয়েবডেস্ক: হাজার গোল করা তাঁর স্বপ্নসেই মাইলস্টোন ছোঁয়ার দিকে আরও দুই কদম এগোলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোজোড়া গোল করেন জোয়াও ফেলিক্সওআর রোনাল্ডো-ফেলিক্সের দৌরাত্ম্যে বড় জয় পেল আল নাসের

সৌদি প্রো লিগে ম্যাচে আল রিয়াদকে ৫-১ গোলে ধরাশায়ী করল আল নাসের। লিগে টানা তিনটি ম্যাচে জয়দুই অর্ধে দু'টি করে গোল করেন রোনাল্ডোফেলিক্স। আরও একটি গোল করেন কিংসলে কোমান।জোড়া গোল করায় রোনাল্ডোর গোলসংখ্যা ৯৪৫।

ঘরের মাঠে খেলা ছিল। ষষ্ঠ মিনিটেই কোমানের পাস থেকে গোল করেন ফেলিক্স গোলের সহজ সুযোগ নষ্ট করেন সাদিও মানে। ৩০-মিনিটে নিখুঁত গোল করেন কোমান৩৩ মিনিটে রোনাল্ডো প্রথম গোলটি করেন। ফেলিক্সের ডিফেন্সচেরা পাস থেকে সিআর সেভেন গোলটি করেন।

আরও পড়ুন: বিসিসিআই-এর হটসিটে মিঠুন মানহাস, কে এই অখ্যাত ক্রিকেটার?

৪৪ মিনিটে ফের ফেলিক্সের গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনাল্ডোর পাস থেকে গোল করেন তিনি। ৫১ মিনিটে ব্যবধান কমায় আল রিয়াধ৭৬ মিনিটে রোনাল্ডোর দ্বিতীয় গোল। ফেলিক্সকোমান গোল সাজিয়ে দিয়েছিলেন রোনাল্ডোকে। চলতি বছর সিআর সেভেনের গোল সংখ্যা হয়ে গেল ২৯টি। 

পর্তুগিজ ফুটবল তারকা এবং বিশ্বের অন্যতম ক্রীড়া আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।জর্জিনার সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে তেমনই জানা যায়। জর্জিনা সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর দেওয়া হিরের আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর নিশ্চিত করেছেন।

আর্জেন্টাইন-স্প্যানিশ এই মডেল পোস্টে সেই ছবি দিয়ে পোস্টে লিখেছেন একটা কথাই, যাতে শোরগোল পড়ে গিয়েছে সারা বিশ্বে। পোস্টে তিনি উত্তর দিয়েছেন ‘হ্যাঁ’।এবার রোনাল্ডোর সেই আংটি নিয়ে বেরিয়ে এল নতুন খবর। সেই সঙ্গে তৈরি হল বিতর্কও। প্রকাশ্যে এল রোনাল্ডো ভুল আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জর্জিনাকে। একটি সংবাদ মাধ্যমকে জুয়েলারি বিশেষজ্ঞ গার্সিয়া স্যানচেজ বলেছেন, ''বাগদানের জন্য এই আংটি মোটেও উপযুক্ত নয়। অত্যন্ত ভারী। ৪০ ক্যারেটের কাছাকাছি এর ওজন। এত ওজনদার জিনিস সারাদিন পরে থাকা সম্ভব নয়। কোনও অনুষ্ঠানে বা বিশেষ কোনও উৎসবে তা পরা হয়। এটা ভালবাসার প্রতীক নয়। বাগদানের জন্য এই আংটি একেবারেই ঠিক নয়।''

রোনাল্ডো তাঁর দীর্ঘদিনের বান্ধবীকে যে আংটি দিয়েছেন তার মূল্য শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। অবশ্য, সিআর সেভেন যা আয় করেন তার কাছে এই আংটির মূল্য কিছুই নয়। জানা যাচ্ছে, অত্যন্ত উচ্চমানের এবং বিরল আকারের এই হীরের আংটির বর্তমান বাজারমূল্য ২০ লক্ষ থেকে ৫০ লক্ষ মার্কিন ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬.৮ কোটি থেকে ৪২ কোটি টাকা বলে অনুমান করেছেন বিশেষজ্ঞরা। লরেল ডায়মন্ডসের লরা টেলরের মতে, ওই আংটির ন্যূনতম মূল্য ২০ লক্ষ ডলার তো হবেই। আবার, রেয়ার ক্যারাটের সিইও অজয় আনন্দ জানাচ্ছেন, ওই আংটির মূল্য সর্বোচ্চ ৫০ লক্ষ ডলার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: হ্যান্ডশেক বিতর্ক এবং ব্যাপক সমালোচনার আট দিন, হাইভোল্টেজ সুপার ফোর ক্ল্যাশের উত্তেজনা ছড়াচ্ছে মাঠের বাইরেও