আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার একদিন আগেই ফাইনালের প্রথম একাদশ জানিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগের দিন প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে এসেছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তিনিই জানিয়ে দেন প্রথম একাদশ। 


প্রথম একাদশে আছেন টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেকিংহ্যাম, কাইল ভেরিয়েনি, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।


দলে একমাত্র স্পেশালিস্ট স্পিনার কেশব মহারাজ। এছাড়া রয়েছেন তিন স্পেশালিস্ট পেসার জানসেন, রাবাদা ও এনগিডি।


প্রসঙ্গত, ২০২৩–২০২৫ টেস্ট সাইকেলে প্রোটিয়াদের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রায়ান রিকেলটন। তারপরই আছেন বাভুমা। খুব একটা পিছিয়ে নেই মার্করাম ও স্টাবস। তবে তিনে খেলার সম্ভাবনা উইয়ান মুল্ডারের। আর পেস বোলিংয়ে ডেন প্যাটারসনের জায়গায় নেওয়া হয়েছে এনগিডিকে। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন প্যাটারসন। কিন্তু সুস্থ থাকায় এনগিডিকে সুযোগ দেওয়া হয়েছে তাঁর অভিজ্ঞতার কথা ভেবে।