আজকাল ওয়েবডেস্ক: দরজায় কড়া নাড়ছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ। এবারের লিগকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে চাইছে সিএবি। তবে ফরম্যাটে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। গত বছর একই সঙ্গে চলে ছেলেদের এবং মেয়েদের ম্যাচ। কিন্তু এবার সুচিতে পরিবর্তন করা হচ্ছে। প্রথমে হবে মেয়েদের টুর্নামেন্ট। সেটা শেষ হলে শুরু হবে ছেলেদের ম্যাচ। ১৬ মে থেকে ৪ জুন চলবে মেয়েদের লিগ। সেদিনই শুরু হবে ছেলেদের টুর্নামেন্ট। ২১ জুন ফাইনাল। এবারও আট দলের লিগ হবে। অংশ নেবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স, সোবিষ্ক স্ম্যাশার্স মালদা, মুর্শিদাবাদ কিংস/কুইন্স, রশ্মি মেদিনীপুর উইজার্ডস, শ্রাচী রাঢ় টাইগার্স, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, হারবার ডায়মন্ডস এবং অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স।
সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে ফেলেছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। ফ্র্যাঞ্চাইজিদের সাহায্যে সফলভাবে লিগের দ্বিতীয় সংস্করণ আয়োজন করার বিষয়ে আমরা আশাবাদী। আশা করব আগের বছরের মোমেন্টাম বজায় থাকবে। প্লেয়ারদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতে পারব।' বাংলার ক্রিকেটের নতুন প্রতিভা তুলে আনা লক্ষ্য এই টুর্নামেন্টের। ছেলেদের এবং মেয়েদের আট দল অংশ নেবে। টুর্নামেন্টের প্রথম বছরে পুরুষদের লিগে যৌথ চ্যাম্পিয়ন হয় সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। কয়েকদিনের মধ্যেই প্লেয়ার ড্রাফটের তারিখ এবং সূচি প্রকাশিত হবে।
