আজকাল ওয়েবডেস্ক: পরপর চারটি ট্রফি কি আসবে আর্জেন্টিনার দখলে? অপেক্ষা আর কিছুক্ষণের। কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনালে দল মাঠে নামবেন লিও মেসি। এদিন জিতলে পরপর দুই বছর কোপা আমেরিকা জিতবে আর্জেন্টিনা।



পরপর চার টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি ট্রফি জেতার রেকর্ড ছোঁয়ার হাতছানি রয়েছে মেসির সামনে। এর আগে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। তারপর ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা, ফ্রান্সকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছেন মেসি। তারপর ফের আরও একটা টুর্নামেন্টের ফাইনালে। চলতি টুর্নামেন্টে খুব একটা সেরা ফর্মে নেই মেসি। তবে সেমিফাইনালে গোল করে দলকে জিতিয়েছেন।

?ref_src=twsrc%5Etfw">July 11, 2024

অন্যদিকে, এবারের কোপায় সারপ্রাইজ প্যাকেজ বলা চলে কলম্বিয়াকে। দলের অধিনায়ক জেমস রদ্রিগেজ দুর্দান্ত ফর্মে রয়েছেন। ২৮ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে তাঁর দল। এদিন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল থেকে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চাইবে কলম্বিয়া।