আজকাল ওয়েবডেস্ক: ড্রেসকোডের নিয়ম ভাঙায় নিউইয়র্কের ওয়ার্ল্ড র‍্যাপিড চ্যাম্পিয়নশিপে খেলার অযোগ্য বলে ঘোষিত হন কার্লসেন। জরিমানা করা হয় তাঁকে। পরে তিনি  নাম তুলে নেন প্রতিযোগিতা থেকে। দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে একবার সতর্ক করার পরও জিনসের প্যান্ট বদলাতে চাননি  কার্লসেন। 

 সোমবার থেকে শুরু হবে ওয়ার্ল্ড ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপ। সেখান থেকেও নিজেকে সরিয়ে নেন পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন।

এক বিবৃতি দিয়ে ফিদে জানিয়েছে, ‘ম্যাগনাস কার্লসেন জিনস পরে পোশাকের ড্রেসকোড ভেঙেছেন।  নিয়ম ভাঙার জন্য ২০০ ডলার জরিমানা করা হয়েছে। পোশাক বদলানো জন্য অনুরোধও করা হয়। কার্লসেন তা প্রত্যাখ্যান করেন।'' 

এদিকে কার্লসেন বলেছেন, ''আমি বলেছিলাম আগামিকাল বদলাব। কিন্তু কর্তৃপক্ষের দাবি এখনই পাল্টাতে হবে।'' 

তিনি এই টুর্নামেন্টে নামতে পারবেন না, তা ঘোষিত হওয়ার সময়ে পিছিয়ে ছিলেন কার্লসে। খেতাব ধরে রাখার সম্ভাবনা কম ছিল। 
 কার্লসেনকে ২০০ ডলার জরিমানা করা হয়।