আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৪ সালে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। কিন্তু এবার অনায়াসেই তৃতীয় রাউন্ডে উঠে গেলেন কার্লোস আলকারাজ। স্প্যানিশ তারকা ৬–১, ৬–০, ৬–৩ গেমে উড়িয়ে দিয়েছেন ইতালির মাত্তিয়া বেলুচ্চিকে। যা পরিস্থিতি সেমিফাইনালে আলকারাজের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন নোভাক জকোভিচ। যিনি উঠে গিয়েছেন তৃতীয় রাউন্ডে। তবে প্রথম সেট হারাতে হয়েছে তাঁকে। তাই জকোভিচ বলেই দিয়েছেন, নিজের খেলায় এখনও খুশি হতে পারেননি। আরও উন্নতি দরকার তাঁর। টেনিস কোর্টে র‌্যাকেট ভাঙায় বড় জরিমানা করা হয়েছে ড্যানিল মেদভেদেভকেও।


এটা ঘটনা, প্রথম দুই ম্যাচে কেউ আলকারাজের সার্ভিস ভাঙতে পারেননি। নিখুঁত টেনিস খেলছেন তিনি। ম্যাচের পর আলকারাজ বলেই দিয়েছেন, ‘‌গত বারের হারটা মাথায় রেখেই কোর্টে নেমেছিলাম। কিছু খারাপ চিন্তাও মাথায় আসছিল। চিন্তায় ছিলাম। তবে নিজেকে এটাও বলেছি, গত বারের ফল এ বার আর হবে না।’‌
৩০ মিনিটেই প্রথম সেট জিতে নেন আলকারাজ। বিপক্ষকে মাত্র চারটে গেম জিততে দিয়েছেন। ইউএস ওপেনে গত ১৭টি ম্যাচে এটি তাঁর সবচেয়ে ভাল জয়। আলকারাজের কথায়, ‘‌ম্যাচে একটা পরিকল্পনা নিয়ে নামছি। প্রথম থেকে শেষ শট পর্যন্ত সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।’‌


তৃতীয় রাউন্ডে আমেরিকার ওয়াইল্ড কার্ড এলিয়ট স্পিজিরির বিরুদ্ধে খেলবেন আলকারাজ। ২০২২ সালের পর আবার ইউএস ওপেন জেতার লক্ষ্যে নেমেছেন তিনি। সফল হলে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ও হয়ে যেতে পারেন। শেষ ৩৩টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছেন আলকারাজ। 

 

আরও পড়ুন:‌ অশ্বিনের আইপিএল অবসর নিয়ে অবাক কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য, তুললেন প্রশ্ন


এদিকে, জাকারি ভাজদাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেও নিজের খেলায় খুশি নন জকোভিচ। ম্যাচের পর জকোভিচ বলেন, ‘‌নিজের খেলায় খুশি নই। তবে এমনও দিন যেতে পারে যে দিন আপনি নিজের সেরা টেনিসটা খেলতে পারলেন না অথচ জয়ের একটা পথ খুঁজে নিলেন। বেশি দার্শনিক হতে চাই না। তবে এখনও গ্র্যান্ড স্ল্যাম খেলতে ভাল লাগে আমার। কোর্টে নেমে জেতার ইচ্ছা এখনও জাগে। সব সময় ভাল খেলা সম্ভব নয়।’‌ 


প্রসঙ্গত, জকোভিচ ৪২৮ সপ্তাহ বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। তিনি গোল্ডেন স্ল্যামেরও অধিকারী। সে সম্পর্কে বলেছেন, ‘‌২০১১ সালে উইম্বলডন জিতে বিশ্বের এক নম্বর হয়ে ছোটবেলার স্বপ্ন পূরণ করার পর আমি তৃপ্ত হয়েছিলাম। সেই সময় ২৩ বছর বয়স ছিল। আমি ভেবেছিলাম, এখনও তো ১৫ বছর খেলতে হবে। নতুন লক্ষ্য স্থির করতে হবে। ২০১১–র মধ্যে চারটে স্ল্যামের তিনটে জেতার পর মনে হয়েছিল, কেন কেরিয়ার স্ল্যাম পূরণ করার চেষ্টা করব না? ২০১৬–য় সেটা করতে পেরে খুব আনন্দ পেয়েছিলাম।’‌


এদিকে, ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে আম্পায়ারের সঙ্গে তর্ক করেছিলেন মেদভেদেভ। কোর্টে র‌্যাকেটও ভেঙেছিলেন। তার জন্য ৪২,৫০০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৩৭ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হল তাঁকে। যদিও বেঞ্জামিন বনজির বিরুদ্ধে সেই ম্যাচের পর ক্ষমা চেয়েছিলেন তিনি।