আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ সিতে রয়েছে ব্রাজিল। তাদের সঙ্গে রয়েছে মরক্কো, হাইতি ও  স্কটল্যান্ড। 

প্রতিবারই বিশ্বজয়ের আশা নিয়ে বিশ্বকাপে খেলতে যায় ব্রাজিল। কিন্তু দিনের শেষে মাথা নীচু করে ফিরতে হয় দেশে। 

সেই ব্রাজিল এবারও স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার কারণ হল, ২০০২ সালে ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছে। আর সেবার তারা ছিল সি গ্রুপে। এবারও ব্রাজিল সি গ্রুপে পড়েছে। 

তাছাড়া ২০১৮ ও ২০২২ সালে সি গ্রুপে ছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। আর সেই দু'বারই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন এমবাপে ও মেসি। এবার সি গ্রুপে পড়েছে ব্রাজিল। কার্লো অ্যানচেলোত্তি হেক্সা আনতে পারেন কিনা সেটাই এখন দেখার। 
বিশ্বকাপের গ্রুপ বিন্যাস-- 


গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া,  প্লে-অফ 'ডি' জয়ী দল

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, প্লে-অফ 'এ' জয়ী দল

গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া,  প্লে-অফ 'সি' জয়ী দল

গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, টিউনিশিয়া, প্লে-অফ 'বি' জয়ী দল

গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, প্লে-অফ ২ জয়ী দল

গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন

গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে-অফ ১ জয়ী দল

গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা