আজকাল ওয়েবডেস্ক: ওভালে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে কাঁটাছেড়া চলছে। এবার চাঁচাছোলা ভাষায় ব্রিটিশদের আক্রমণ প্রাক্তন অধিনায়কের। কোনও রাখঢাক না করেই মাইকেল ভন স্পষ্ট জানিয়ে দেন, প্যানিকের খেসারত দিতে হয়েছে দলকে। পঞ্চম দিনের শুরুতে এগিয়ে থেকে নামে ইংল্যান্ড। তাঁদের প্রয়োজন ছিল ৩৫ রান। সেখানে জয়ের জন্য ভারতের দরকার ছিল চার উইকেট। ক্রিজে ছিলেন জেমি স্মিথ এবং জেমি ওভার্টন। প্রথম ঘণ্টা ঠাণ্ডা মাথায় খেললে, হাসিমুখে মাঠ ছাড়ার সম্ভাবনা ছিল ব্রিটিশদের। কিন্তু তাড়াহুড়ো করেন ইংল্যান্ডের দুই ব্যাটার। পঞ্চম দিনের শুরুতেই 'প্যানিক বাটন' টিপে ফেলেন। যার খেসারত দিতে হয়। তবে কৃতিত্ব প্রাপ্য মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণের।
ওভালে ইংল্যান্ডের হার প্রসঙ্গে মাইকেল ভন বলেন, 'আমি এমন একটা দলকে নিয়ে কড়া মন্তব্য করতে চাই না যাদের চলতি সপ্তাহে অনেক সমস্যায় পড়তে হয়েছে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া নেমেছিল। তারওপর টেস্টের প্রথমদিন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলারকে হারায়। ইংল্যান্ড ভারতের কাছে ৬ রানে হেরেছে। কার্যত দশজনে খেলে হেরেছে। তাই আমি খুব বেশি সমালোচনা করতে চাই না। তবে সত্যি কথা হল, ইংল্যান্ড প্যানিক করেছে। যত জয়ের কাছে গিয়েছে, প্যানিক তত বেড়েছে। যখন ৭০ রান বাকি ছিল, আরও বেশি ঝুঁকি নিতে শুরু করে। পঞ্চম দিনের সকালে স্ট্র্যাটেজি ভুল ছিল। খুবই ঝুঁকিপূর্ণ পন্থা অবলম্বন করে ইংল্যান্ড। রান তুলতে ১৫ ওভার লাগলে, লাগত। ৩৫ রান ৫ ওভারে করার প্রয়োজন ছিল না। একটা ঠান্ডা মাথা দরকার ছিল। শেষ সাত উইকেটের মধ্যে তিনটে সিমারদের ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। ভারত এইভাবে হারলে আমরা অবাক হতাম। দক্ষিণ আফ্রিকা হারলে বলা হত, ওরা চোকার্স। এতটাই বাজে হার। এই হার ইংল্যান্ডকে কষ্ট দেবে। এটা জেতা ম্যাচ ছিল। তাই যন্ত্রণা হবেই।' ৩৭৪ রান তাড়া করতে নেমে ৩৬৭ রানে অলআউট হয়ে যায় অলি পোপরা। পাঁচ উইকেট নেন সিরাজ। জো রুট এবং হ্যারি ব্রুকের শতরানে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল থ্রি লায়ন্সরা। কিন্তু শেষরক্ষা হয়নি। বেশিসেবী এবং বিনা পরিকল্পিত ব্যাটিংয়ের খেসারত দিতে হয়।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অলি পোপ। প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। সর্বোচ্চ রান করুণ নায়ারের। ৫৭ রান করেন। যদিও ভারতীয় দলকে অল্প রানে গুটিয়ে ফেলার ফায়দা তুলতে পারেনি ইংল্যান্ড। ২৪৭ রানে শেষ হয় তাঁদের ইনিংস। জ্যাক ক্রলি এবং হ্যারি ব্রুক ছাড়া বিশেষ সুবিধা করতে পারেনি কেউই। দু'জনেই অর্ধশতরান করেন। দ্বিতীয় ইনিংসে যশস্বীর হাত ধরে বড় টার্গেট সেট করে ভারতীয় দল। ১৬৪ বলে ১১৮ করেন তরুণ ওপেনার। তাঁকে যোগ্য সঙ্গত দেন আকাশ দীপ। বাংলার ক্রিকেটার করেন ৬৬। শেষদিকে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটনের সুন্দরের অর্ধশতরান ভারতকে ৪০০ রানের কাছাকাছি পৌঁছে দেয়। জো রুট এবং হ্যারি ব্রুকের শতরানে ম্যাচে ফেরে ইংল্যান্ড। পঞ্চম দিন জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু মহম্মদ সিরাজের সামনে দাড়াতে পারেনি ইংল্যান্ডের টেল। চার উইকেটের মধ্যে তিন উইকেট নেন হায়দরাবাদের পেসার।
