আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাবিনা পার্কে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান। ১৯৫৫ সাল থেকে সবচেয়ে জঘন্য পারফরম্যান্স। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের। কোনওক্রমে সেই লজ্জার হাত থেকে বাঁচে। কিন্তু নিজেদের লজ্জার রেকর্ড ছাপিয়ে যায়। এর আগে ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জামাইকায় বিশ্রী হারের পর ঘরের মাঠে ওয়াইটওয়াশ হয় ক্যারিবিয়ানরা। হারিয়ে যাওয়া জৌলুস পুনরুদ্ধারে এবার সক্রিয় হন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি কিশোর শ্যালো। একটি রিভিউ মিটিং ডাকা হয়। যেখানে কিংবদন্তিদের আমন্ত্রণ জানানো হয়। এই তালিকায় ছিলেন ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস এবং ব্রায়ান লারা।
ক্যারিবিয়ান ক্রিকেটের ব্যর্থতার জন্য ঘুরিয়ে আইপিএল এবং অন্যান্য টি-২০ লিগকে দায়ী করলেন লারা। একটি পডকাস্টে এমনই দাবি করেন। লারা বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে সুযোগ পেতে আমরা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছি। অনেকে কাউন্টি ক্রিকেটও খেলেছে। এখন আমরা পশ্চিম পূর্বের দলগুলোকে মাপকাঠি মেনে চলছি। এই জায়গায় পৌঁছতে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করছি। আপনারা জানেন, চারিদিকে চুক্তির ছড়াছড়ি। সেটায় প্লেয়ারের কোনও দোষ নেই। পরিস্থিতির জন্য এমন হচ্ছে।'
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড বিগ থ্রিকে দায়ী করেছেন। তালিকায় রয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। লয়েড বলেন, 'বিগ থ্রি সমস্ত অর্থ নিয়ে নেয়। ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সবের মূলে। ওরা বড় অর্থ দিয়ে সম্প্রচার স্বত্ব কিনে নেয়। এখানে সামঞ্জস্য দরকার। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকেও লড়াইয়ের সুযোগ দেওয়া উচিত।' ওয়েস্ট ইন্ডিজের পতন নিয়ে সোচ্চার হন প্রাক্তন অধিনায়ক কার্ল হুপার। তিনি বলেন, 'কয়েক বছর আগেও আমরা সঠিক দিশায় এগোচ্ছিলাম। তারপর একাধিক পরিবর্তন করা হয়। গত দু'তিন বছরের প্রচেষ্টা পুরো ধুলোয় মিশিয়ে গিয়েছে। আমরা প্রাক্তন কোচ আন্দ্রে কোলের অধীনে দল তৈরি করছিলাম। তারপর তাঁকে সরিয়ে ড্যারেন স্যামিকে আনা হয়। যে প্রথমে শুধু আমাদের সাদা বলের ফরম্যাটে কোচ ছিল। কিন্তু এখন সব ফরম্যাটের কোচ। এবার এগোনোর বদলে, প্রতিনিয়ত আমরা দু'ধাপ পিছিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা কোথায় যেতে পারব? এরপর আমাদের ভারতের বিরুদ্ধে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজ যথেষ্ঠ কঠিন হবে। তাই টানেলের শেষে আমি কোনও আলো দেখতে পারছি না।' বর্তমান সেটআপে বেশ কিছু পরিবর্তন চাইছেন হুপার।
ক্যারিবিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিশোর শ্যালো। এবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের হারিয়ে যাওয়া জৌলুশ পুনরুদ্ধারে ফিরে যাচ্ছেন অতীতে। দুই ক্যারিবিয়ান গ্রেট ভিভ রিচার্ডস এবং ব্রায়ান লারাকে দলের সঙ্গে যুক্ত করতে চাইছেন তিনি। ব্যাটিং ব্যর্থতা যেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অঙ্গ হয়ে গিয়েছে। ২০২২-২৩ থেকে কোনও টেস্ট সিরিজ জেতেনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ই শেষ সিরিজ জয়। তারপর থেকে তিনটে সিরিজ ড্র হয়েছে, পাঁচটা হেরেছে। সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ০-৩ এ ওয়াইটওয়াশ।
