আজকাল ওয়েবডেস্ক: ব্রায়ান লারার রেকর্ড ভাঙার হাতছানি ছিল ইউয়ান মুলডারের সামনে। কিন্তু সেটা না ভেবে ইনিংসে ঘোষণা করে দেন। এবার দক্ষিণ আফ্রিকার তারকার উদ্দেশে বার্তা পাঠালেন লারা। তাঁর থেকে করে বসলেন বিশেষ আবদার। টেস্ট ক্রিকেটে নিজের রেকর্ড ভাঙার কথা বললেন ক্যারিবিয়ান কিংবদন্তি। অপরাজিত ৩৬৭ রানে শেষ করেন প্রোটিয়া তারকা। তেম্বা বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বের দায়িত্বে ছিলেন মুলডার। সবাই ধরেই নিয়েছিল, লারার রেকর্ড ভাঙার চেষ্টা করবেন। ৪০০ রানে অপরাজিত ছিলেন লারা। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন ক্যারিবিয়ান তারকা। জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন মুলডার। লারাকে ছুঁতে প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। কিন্তু সবাইকে অবাক করে ইনিংস ঘোষণা করেন।
প্রোটিয়া তারকার এই স্বার্থহীন সিদ্ধান্তে সকলে অবাক হয়ে যায়। ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাঁর ওপর নির্ভর করছিল। মাত্র ৩৩ রান দূরে থাকা অবস্থায় মুলডার ইনিংস ঘোষণা করে দেবে ভাবা যায়নি। ম্যাচের শেষে তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেন লারা। তবে তাঁর রেকর্ড তাড়া না করে, ইনিংস ঘোষণা করায় অবাক খোদ ক্যারিবিয়ান কিংবদন্তি। মুলডার বলেন, 'ব্রায়ান লারার রেকর্ড যেমন ছিল, তেমনই থাকল। লারা আমাকে বলেছে, আমার ওর রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল। ওর থেকে এটা শোনা আশ্চর্যের। ও ক্রিকেটের কিংবদন্তি। ওর ৪০০ ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস। তবে বর্তমানে বিষয়টা নিয়ে আলোচনা একটু বন্ধ হয়েছে। আমার লারার সঙ্গে অল্প কথা হয়েছে। ও আমাকে বলেছে, আমি নিজের জায়গা তৈরি করছি। আমার রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত। বলেছে, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। ও চায় আমি যদি আবার এরকম পরিস্থিতিতে থাকি, আমি যেন ওর থেকে বেশি রান করি। ওর থেকে এটা শোনা আশ্চর্যের। তবে আমার মনে হয়, আমি সঠিক কাজই করেছি। খেলাটার সম্মান করা আমার প্রাথমিক কাজ।' টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রহকারী মুলডার। টেস্টের ইতিহাসে পঞ্চম।
