আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজের দিকে তাকিয়ে সবাই। অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিডস্টার ব্রেট লি মায়াঙ্ক যাদবকে দলে নেওয়ার জন্য তদ্বির করলেন। মায়াঙ্কের বলের গতি প্রায় দেড়শো কিলোমিটারের কাছে। ওই প্রবল জোরে ধেয়ে আসা বল খেলতে পছন্দ করেন না কোনও ব্যাটারই। 

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আত্মপ্রকাশ ঘটে মায়াঙ্কের। তিনটি ম্যাচ থেকে চারটি উইকেট নেন মায়াঙ্ক। মায়াঙ্কের বোলিং দেখে দারুণ খুশি হয়েছেন ব্রেট লি। মায়াঙ্ককে 'কমপ্লিট প্যাকেজ' বলে উল্লেখ করেছেন তিনি। নির্দিষ্ট সময়ে মহম্মদ সামি যদি পুরোদস্তুর ফিট হতে না পারেন, তাহলে যেন মায়াঙ্ক যাদবকে নিয়ে যাওয়া হয়। 

ব্রেট লি বলেছেন, ''১৩৫-১৪০ কিমি বেগে বোলার বল করলে ব্যাটার সেরকম অসুবিধায় পড়ে না। কিন্তু দেড়শো কিলোমিটার বেগে বল করলে কোনও ব্যাটারই তা খেলতে পছন্দ করে না। মায়াঙ্ককে দেখে মনে হয় ও নিজেই একটা প্যাকেজ। মহম্মদ শামিকে যদি না পাওয়া যায়, তাহলে মায়াঙ্ককে যেন দলে নেওয়া হয়। অস্ট্রেলিয়ার উইকেটে মায়াঙ্ক ভাল করবে।'' 

ব্রেট লি আরও বলেন, ''আইপিএলে কাজ করার সময়ে তরুণ ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে দেখেছি। মায়াঙ্ক যাদবের প্রথম আইপিএল ম্যাচ দেখেছি। ১৫৭ কিমি বেগে বল করেছিল। ভারতের ভাল জিনিসটা হল কে কতটা ক্রিকেট খেলেছে, তা নিয়ে ভাবিত নয়। বরং যে খেলতে চায়, তাকেই সুযোগ দিচ্ছে। আমি এই থিওরিটা পছন্দই করি।'' 

গত আইপিএলে মায়াঙ্ক যাদব লখনউ সুপার জায়ান্টসের হয়ে চারটি ম্যাচ থেকে সাতটি উইকেট নেন।