আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হার মানতে হয়েছিল ব্রাজিলকে। হারের শোক কাটিয়ে সেই ব্রাজিল  ২-১ গোলে জিতেছে বলিভিয়ার বিরুদ্ধে। 


আর্জেন্টিনা বড় ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারালেও কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে খেলা শেষ করেছে।  


দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের 'বি' গ্রুপে আর্জেন্টিনাই শীর্ষে। ২টো ম্যাচের মধ্যে একটিতে জিতেছে, একটিতে ড্র করেছে নীল-সাদা জার্সিধারীরা। তাদের সংগ্রহে ৪ পয়েন্ট। 

আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচে প্রথমে গোল করে কলম্বিয়াই এগিয়ে যায়। ৩৩ মিনিটে পিছিয়ে পড়ে নীল-সাদারা। গোল হজম করার তিন মিনিটের মধ্যেই সমতা ফেরায় আর্জেন্টিনা। ক্লদিও এচেভেরি গোলটি করেন আর্জেন্টিনার হয়ে। তার পরে দু'টি দল একাধিকবার আক্রমণ করলেও গোল আর হয়নি। 

আর্জেন্টিনা পয়েন্ট নষ্ট করলেও ব্রাজিল জয় পেয়েছে। ১৪ মিনিটে গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায়  ব্রাজিল। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান ব্রেনো। 

বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করে। কিন্তু ব্রাজিলকে থামানো যায়নি।