আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের হলটা কী! বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ভেনিজুয়েলার পর উরুগুয়ের সঙ্গেও ড্র করল তারা। খেলা শেষ হল ১-১ গোলে। ম্যাচের শেষে গ্যালারি থেকে ভেসে এল দর্শকদের দুযোধ্বনি।

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও সমতা ফেরাল ব্রাজিল। ফেডেরিকো ভালভের্দের গোলে প্রথমে এগিয়ে যায় উরুগুয়ে। ৬২ মিনিটে ব্রাজিলের হয়ে সমতা ফেরান গারসন। 

ঘরের মাঠে পয়েন্ট খুইয়ে বিশ্বকাপের বাছাই পর্বের লিগ তালিকায় পাঁচ নম্বরে নেমে গেল ব্রাজিল। দু' নম্বরে উরুগুয়ে। আর্জেন্টিনা শীর্ষে। 
প্রথমার্ধের রেজাল্ট ছিল গোলশূন্য। বিরতির পরে এগিয়ে যায় উরুগুয়ে। বক্সের ভিতরে ভালভের্দেকে পাস বাড়ান উরুগুয়ের সতীর্থ ম্যাক্সিমিলিয়ানো। বক্সের ঠিক মাথায় বল পেয়ে ডান পায়ের বাঁকানো শটে দুর্দান্ত গোলটি করেন। রিয়াল মাদ্রিদের হয়ে এরকম একাধিক গোল করেছেন তিনি। 

ভালভার্দের গোলের সাত মিনিট পরই ব্রাজিলের গারসনের গোল। ডান দিক থেকে উড়ে আসা ক্রস বিপন্মুক্ত করার জন্য হেড করেন উরুগুয়ের এক ডিফেন্ডার। সেই ক্লিয়ারেন্স গারসনের কাছে পৌঁছলে বাঁ পায়ের জোরালো ভলিতে গোল করেন তিনি। 
ম্যাচের শেষের দিকে গোলের সুযোগ নষ্ট করেন রাফিনিয়া ও লুইস হেনরিক। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে খেলার শেষে গ্যালারি থেকে দর্শকদের কটাক্ষ আর শুনতে হত না।