আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্যারাগুয়েকে হারাল ১–০ ব্যবধানে। জয়ের গোলটি ভিনিসিয়াস জুনিয়রের। অ্যানচেলোত্তি জমানায় প্রথম জয় পেল ব্রাজিল। আর কলম্বিয়ার কাছে আটকে গেল আর্জেন্টিনা। যদিও মেসিরা আগেই বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গিয়েছে।


বিশ্বের একমাত্র দেশ হিসাবে প্রতিটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ব্রাজিল। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। অ্যানচেলোত্তির সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু এদিনের জয়ে তা কাটল। 


যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় ইকুয়েডর এবং ব্রাজিল, দুই দেশেরই ২৫ পয়েন্ট রয়েছে। তবে বেশি জয় থাকায় দ্বিতীয় স্থানে ইকুয়েডর। দুই দেশই আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্টে পিছিয়ে। তবে সপ্তম স্থানাধিকারী ভেনেজুয়েলার থেকে সাত পয়েন্টে এগিয়ে থাকায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল ইকুয়েডর এবং ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে ছ’টি দেশ সরাসরি বিশ্বকাপে যাবে। সপ্তম দেশ প্লে–অফে খেলবে।


মঙ্গলবার ছিল অ্যানচেলোত্তির জন্মদিন। সে দিনই জিতল ব্রাজিল। প্যারাগুয়ের বিরুদ্ধে আগ্রাসী ছকে দল নামিয়েছিলেন কোচ। গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে নামানোর সিদ্ধান্ত কাজে লাগে। নির্বাসন কাটিয়ে ফিরেছিলেন রাফিনহাও। তাঁর পাস থেকেই গোল করেন ভিনিসিয়াস। এদিন কিন্তু যথেষ্ট সংগঠিত ফুটবল খেলল ব্রাজিল। দ্রুত গতির কাউন্টার অ্যাটাক, বল দখলে রাখা, পাসিং- সবেতেই অনেক তফাৎ। হাফটাইমের আগেই গোল করে ফেলেন ভিনিসিয়াস। 


অন্যদিকে আর্জেন্টিনা–কলম্বিয়া ম্যাচ ১–১ শেষ হল। মেসিকে গোটা ম্যাচে খুব একটা সপ্রতিভ দেখায়নি।