আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বে লাতিন আমেরিকা গ্রুপে ব্রাজিল জয় পেল। কলম্বিয়াকে হারাল ২–১ গোলে।
খেলার ৬ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে যান রাফিনহা। কিন্তু ৪১ মিনিটে সেই গোল শোধ করে দেন লুইস দিয়াজ। গোল খাওয়ার জন্য দায়ী সেলেকাওদের রক্ষণ। বক্সের মধ্যে বল অতিরিক্ত হোল্ড করতে গিয়েই বিপদ ডেকে আনেন ডিফেন্ডাররা।
ব্রাজিলের জয়ের গোল আসে খেলা শেষের অতিরিক্ত সময়ে। ৯০+৯ মিনিটে দলকে জয়সূচক গোল করেন দেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র।
দ্বিতীয়ার্ধে খেলায় আধিপত্য ছিল কলম্বিয়ারই। একাধিক সুযোগ পেয়েছিল তারা। কিন্তু গোল আসেনি। বরং খেলার একেবারে শেষ মুহুর্তে গোল করে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিলেন ভিনিসিয়াস। আর জয়ের সুবাদে ব্রাজিলও উঠে এল দুই নম্বরে। শীর্ষে আর্জেন্টিনা। যারা ব্রাজিলের চেয়ে চার পয়েন্ট এগিয়ে।
খেলার শুরুতেই বক্সের মধ্যে ভিনিসিয়াসকে ফেলে দেন ড্যানিয়েল মুনোজ। পেনাল্টি থেকে গোল করে যান রাফিনহা। কিন্তু ৪১ মিনিটে সেই গোল শোধ হয়ে যায়। একেবারে শেষ লগ্নে ভিনিসিয়াসের গোলে ফেরে স্বস্তি।
এরপর ২৬ মার্চ ব্রাজিল খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে।
